পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কংগ্রেসের দেওয়াল লিখনে অংশ নিলেন ইসলামপুর বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী হাজী মজফ্ফর হোসেন।কাউন্সিলর থেকে বিধায়ক হওয়ার দৌড়ে প্রার্থী হিসেবে শামিল তিনি।আর তাই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাত চিহ্নে দাঁড়িয়ে প্রথম দেওয়াল লিখনে অংশ নিলেন শুক্রবার।
যার কথা বলা হচ্ছে, তিনি ইসলামপুর পৌরসভার নাম্বার ওয়ার্ড কাউন্সিলর হাজী মজফ্ফর হোসেন।বিভিন্ন দলে বেশ কয়েকবার রাজনৈতিক পালাবদলের পর তিনি আবার ফিরে এসেছেন কংগ্রেসে। ইসলামপুরে কংগ্রেস যখন ধুয়ে-মুছে একদম সাফ,এমনকি কংগ্রেসের হাত দেখাবার মতনও যখন কেউ ছিলেননা তখন আবার কংগ্রেসে ফিরে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে মনোনীত হন মোজাফফর হোসেন।
তিনি এবার বিধানসভা উপনির্বাচনের লড়াইয়ে সামিল হয়েছেন।বৃহস্পতিবার প্রার্থী পদ ঘোষণার পরই শুরু হয়ে গেছে তার জোর প্রচার।বিধানসভার বিভিন্ন প্রান্তে তার হয়ে প্রচারে নামবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি সহ অন্যান্য নেতৃত্ব। এলাকার সামগ্রিক উন্নয়নের বার্তা নিয়ে ভোট প্রচারে সামিল হয়েছেন তিনি।অন্যদিকে শুক্রবার বিকেল পর্যন্ত বিজেপি এবং বামফ্রন্টের প্রার্থী কে হচ্ছেন তা জানা যায়নি।
আরও পড়ুনঃ কংগ্রেস করার অপরাধে একঘরে,পাশে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী
ইতিমধ্যেই প্রার্থী পদের জন্য বেশ কয়েকজনের নাম উঠে আসার পাশাপাশি তাদেরকে নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেলেও চূড়ান্ত প্রার্থী পদের নাম উঠে আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584