নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল গুলির পাখির চোখ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। কেননা এই কয়েক সপ্তাহ আগে নন্দীগ্রামের সভা থেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের নাম প্রস্তাবিত করেছেন ৷ সেইমতো তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
প্রথম থেকেই সিপিআইএম এখানে প্রার্থী দিয়ে আসছিল। এই প্রথম বার সিপিআইএম প্রার্থী না দিয়ে আসন ছেড়ে দিল আব্বাস সিদ্দিকীর দল । এই নিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ জটিল। প্রার্থী তালিকা ঘোষণার কথা শুক্রবার। কিন্তু তার পূর্বেই মুখ্যমন্ত্রীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে।
আরও পড়ুনঃ নির্বাচন ডিউটিতে রাখা যাবে না সিভিক ভলেন্টিয়ারদের: নির্বাচন কমিশন
শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ৷ তবে তৃণমূল নেতাকর্মীদের আশ্বাস এই নির্বাচনে নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584