শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
একুশের বিধানসভা ভোটকে সামনে রেখে করোনা আবহের মাঝে এখন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। এবার বুনিয়াদপুর পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে যুব তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য, ওয়ার্ড ভিত্তিক যুব তৃণমূলের কমিটি গঠিত হল।
এইদিন বুনিয়াদপুর পঞ্চায়েত সমিতির ঘরে আয়োজিত যুব তৃণমূলের ওয়ার্ড কমিটি গঠনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, জেলার যুব তৃণমূল সম্পাদক সরফরাজ আলি, বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কনভেনার তন্ময় সরকার, বুনিয়াদপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদ কনভেনার সায়ন্তন মণ্ডল , আইএনটিটিইউসির কনভেনার প্রতাপ চন্দ্র প্রামাণিক ও প্রশান্ত তিওয়ারি তৃণমূল নেতা সুমন সরকার সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের রান্না করা খাবার বিলি ছাত্রদের
করোনা আবহের মাঝেই আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে, পৌর এলাকার ওয়ার্ড গুলিতে যুব তৃণমূলের মাটি শক্ত করে তুলতে এখন থেকেই গুটি সাজাতে শুরু করেছে তারা। কোন ত্রুটি রাখতে চাইছেনা তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584