মঙ্গলকোটে অজয় চরে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ ঘিরে চাঞ্চল্য

0
111

শ্যামল রায়, বর্ধমানঃমঙ্গলবার মঙ্গলকোট থানার অন্তর্গত অজয়ের চড়ে বালিতে পোতা এক মহিলার লাশ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত বধূর নাম  মিনা বিবি বয়স ৪০। বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত নতুনহাট স্টেট ব্যাংকের পাশে। মৃতদেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত জুনে পাঠিয়েছে পুলিশ‌। পুলিশ সূত্রে খবর যে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বধুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না। তবে বধুর মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে‌।
জানা গিয়েছে যে গত কয়েকদিন আগে ওই বধু নিখোঁজ হয়ে গিয়েছিল। আজ মঙ্গলকোট লাগোয়া অজয়ের চরে এই বধুর মৃতদেহ দেখতে পায় অনেকেই। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে এলাকায় কান পাতলে জানা গিয়েছে যে কেউ বা কারা ওই বধূকে ধর্ষণ করে খুন করে মাটিতে পুঁতে রাখতে পারে বলে প্রাথমিক অনেকের ধারণা‌।
অথবা অবৈধ সম্পর্কের জেরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আবার মন্তব্য করেছেন‌
তবুও বধুর মৃত্যুর রহস্য জানতে মঙ্গলবার থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে কয়েক বছর আগে মঙ্গলকোটের আজাদ মুন্সির দেহ এইভাবে পাওয়া গিয়েছিলো অজয় নদীর চড়াই মাটিতে পোঁতা অবস্থায়। কয়েক বছর বাদে ফেরাবার এক বধূর দেহ মিলল বালিতে পোতা অবস্থায়। বধুর মৃত্যু ঘুরিয়ে রহস্য দানা বেঁধেছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here