নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা আতঙ্কতে ক্রিকেট খেলবেন কি না পরিবারকে বাঁচাতে সেটা নিয়ে চিন্তা করবেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার। দেশে ও দেশের বাইরে খেলার ব্যাপারে তিনি কিছুটা সংশয়ে রয়েছেন।
এক সাক্ষাৎকারে ওয়ার্নার জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপ দেশে হলে খুব ভালো হত। এখানে খেলে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে পারতাম। কিন্তু সেটা এখন পিছিয়ে যাওয়ায় নতুন করে সব কিছু ভাবতে হচ্ছে। ভারতে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তখন কোভিড-১৯ কী অবস্থায় থাকবে আমরা কেউ জানি না। আমি বিশ্বকাপ খেলা নিয়ে খুব উৎসাহী। তার আগে আইপিএলও হবে।
আরও পড়ুনঃ ব্রড ৬০০ উইকেট পাবে বলছেন আথারটন
পরিবারকে দেশে রেখে বাইরে গিয়ে খেলাটা বেশ দুশ্চিন্তার। বাড়িতে স্ত্রী ও কন্যারা রয়েছে। ওদের ছেড়ে দীর্ঘদিন থাকা সম্ভব নয়। তাছাড়া, একসঙ্গে ট্র্যাভেল করাও এই মুহূর্তে নিরাপদ নয়। এটা একটা বড় এবং গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত যা আমরা একসঙ্গে নিতে চাই।” চলতি বছরের শেষে আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির জন্য কতটা সময় পাবেন তা নিয়েও চিন্তিত ওয়ার্নার।
আরও পড়ুনঃ শনিবার আইপিএল নিয়ে গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সূচি
সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফরে হওয়ার কথা। তারপর আইপিএল আছে। সব মিলিয়ে অনুশীলন বা প্রস্তুতির জন্য কতটা সময় হাতে থাকবে এবং করোনা মহামারি সেপ্টেম্বরে কি রূপ নেবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অজি তারকা ওপেনার। ওয়ার্নার বলেছেন “ভারত ও অস্ট্রেলিয়া কিছুটা একইরকম পরিস্থিতির সম্মুখীন হবে বলে মনে হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584