অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
চোটের অ্যাডিলেডে প্রথম টেস্টে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় টেস্টে ওপেনিংয়ে ফেরার কথা ছিল ওয়ার্নারের। কিন্তু তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে তার বক্সিং-ডে টেস্টে নামা অনিশ্চিত।
সিডনিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সীমানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে ওয়ার্নারকে উড়িয়ে নিয়ে আসা হয় মেলবোর্নে। তবে চোট এখনও পুরোপুরি সারেনি। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পান ওয়ার্নার। ফলে টি টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি জানা যাচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটসে সমস্যা হচ্ছে তার।
আরও পড়ুনঃ কার্ফু ভেঙে গ্রেফতার, মুক্তি পেলেন রায়না
ওয়ার্নার না থাকা অজিদের কাছে বড় ধাক্কা হবে দ্বিতীয় টেস্টে তার জায়গায় ওপেন করতে দেখা যেতে পারে ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে। এমন অবস্থায় গোলাপি বলের টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন দু’জনেই। দ্বিতীয় ইনিংসে যদিও ৭০ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ৩৬ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়া আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার। ওপেনিং জুটিতেও রান পেয়ে গিয়েছে তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584