মনিরুল হক,কোচবিহারঃ
‘আমি ভাঙি কিন্তু মচকাই না। আমরা লড়ি কিন্তু মাথানত করি না।আমরা লড়াই করে বেঁচে ছিলাম,বেঁচে থাকব। আর বেঁচে যদি থাকি মোদীবাবু ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গন্ডায় হিসেব নিয়ে ছাড়ব। মনে রেখো যত চুরি করেছো, যত ডাকাতি করেছো, যত খুন করেছো, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে।’ কোচবিহারে রাসমেলার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি আরও বলেন,দেশকে কোনও সুশাসন দিতে পারবেন না মোদীবাবু।দুর্যোধন আর দুঃশাসন মিলে দেশ চালাচ্ছে। তারাঁ কখনও সুশাসন দিতে পারে না। দেশকে ওই দুর্যোধন আর দুঃশাসনের নাগাল থেকে মুক্ত করতে হবে। দেশকে রক্ষা করতে হবে। তাহলেই আসবে সুশাসন। আর দেশকে বাঁচাব আমরাই। মমতার কথায়, তোমাকে বধিবে যে,গোকুলে বাড়িছে সে।
এনআরসি নিয়ে মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘অসমে ৪০ লক্ষ বাঙালির নাম বাদ৷বাংলায় এনআরসি মেনে নেব না৷বলছে সবাইকে তাড়িয়ে দেবে৷অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু,উত্তরপ্রদেশ, রাজস্থান৷অসম-সহ সব রাজ্যে হারবে বিজেপি৷সব রাজে লাড্ডু পাবে বিজেপি৷’
চা বাগান খোলা নিয়ে বিজেপি-কে মমতার কটাক্ষ, ‘বন্ধ বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ভাঁওতা দিয়ে ভোট নিয়েছেন মোদি৷ভোটে জিততেই সব ভুলে গেলেন৷ ভোটের আগে টাকা ঢালছে বিজেপি৷নোটবন্দি করে যে টাকা লুটেছে,সেই টাকাই ভোটে ঢালছে৷’
দিন তিনি সারদা-নারদা নিয়েও বিজেপিকে একহাত নেন।বলেন ৬ বছর ধরে সারদাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।কেন এখনও সাধারণ মানুষের টাকা ফেরত দিতে পারল তারা।সিপিএমের সময়ে চিটফান্ড হয়েছে, একজনকেও কি গ্রেফতার করতে পেরেছে,নাকি কংগ্রেস ছেড়ে বিজেপিতে লুকিয়ে থাকা অভিযুক্তদের গ্রেফতার করা গিয়েছে।
আরও পড়ুনঃ মোদী নাটক করছে, কোচবিহারের সভায় মমতার মত
এদিনের সভায় হাজির ছিলেন,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ,তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী,বিধায়ক মিহির গোস্বামী,উদয়ন গুহ,ফজলে করিম মিয়া,হিতেন বর্মণ,অর্ঘ রায় প্রধান,জগদীশ বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ,নুর আলম হোসেন,হুমায়ুন কবীর সহ জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584