নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেশপুর হবে তৃণমূলের শেষপুর।রবিবার ঘটাল লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এক সভায় যোগ দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি হুমকির সুরে বলেন,সিপিএম যেমন নন্দীগ্রাম,সিঙ্গুর থেকে মুছে গেছে ঠিক সেভাবেই কেশপুর থেকে মুছে যাবে তৃণমূল।এটা গণতান্ত্রিক দেশ যে কেউ যেখানে খুশি সভা করতে পারেন।দিলীপ ঘোষ কোনো বেটাকে পরোয়া করেন না।কার ধড়ে কটা মাথা আছে আমি দেখব

।আজকের সভায় বিজেপি কর্মীদের মাইক আনতে,চেয়ার,টেবিল আনতে দেওয়া হয়নি।হুমকি দিয়ে বলেন কেশপুরের গ্রামে গ্রামে খালি পায়ে ঘুরব।কে কোন বাপের বেটা আছে আমি দেখব।কারো হিম্মত নেই,আমাকে আটকাবে। খড়্গপুরে মাফিয়া রাজ, গুন্ডারাজ বন্ধ করে দিয়েছি। কেশপুরে আবার তৃণমূল ভোট লুঠ করতে আসলে বিজেপি কি জিনিস টের পাবে।
তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন,এরপর আসলে আপনাদের ডেথ সার্টিফিকেট নিয়ে আসব।যদি সুখে থাকতে চান শুধরে যান।অভ্যেস বদলান।চোখ দেখালে চোখ উপরে নেব।কালীঘাট থেকে দিদি এসে বাঁচাবে না।কাপড় খুলে নেব।

নির্বাচন কমিশনে চিঠি লেখা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখমন্ত্রী।সারদা মামলায় অনেক আগেই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল বিকেলে দাবি করেন তিনি।রবিবার দুপুরে বিজেপির একটি মিছিল যাওয়ার সময় কোনান গ্রামের কাছে তৃণমূল কার্যালয় থেকে মিছিলের ওপর ঢিল ছোঁড়া হয়।এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা তেড়ে গেলে দুপক্ষের মধ্যে গোলমাল বাধে।উত্তেজনা দেখা দেয়।

পথসভায় বক্তব্য পেশ করতে গিয়ে দিলীপ বাবু বলেন, কেশপুর এখন ইরাক,ইরান , আফগানিস্তানকেও ছাড়িয়ে গেছে।এর ওষুধ তৃণমূল নেতারা পাবেন।ভারতী ঘোষ বলেন,ধমক,চমক,হামলা চালিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না।তাঁরাও পাল্টা মার দিতে জানেন।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে শনি ঘোষ বলে উল্লেখ রূপার,কালনাগিনী প্রত্যুত্তর রবির

দিলীপ বাবু নোংরা রাজনীতি করতে এসেছেন।তৃণমূল এই শিক্ষা দেয় না।আমরা মানুষকে ভালো শিক্ষা দিয়েই থাকি বললেন কেশপুরের তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় পান।দিলীপ বাবু অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন কেশপুরে।ব্যালটের মাধ্যমেই মানুষ এর জবাব দেবেন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584