দাঁতনে প্রচার সভায় তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের

0
42

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Warning of dilip to bjp  at dantan campaign meeting
নিজস্ব চিত্র

নির্বাচনী প্রচারে নেমে একে অপরকে বাক্যবানে বিদ্ধ করতে ছাড়ছেন না কেউই।এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাঁতনে নির্বাচনী প্রচারে গিয়ে শাসক দলকে নিশানা করেন বারবার।

Warning of dilip to bjp  at dantan campaign meeting
প্রার্থী দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

‘কোন তৃণমূল,পুলিশের দাদাগিরি চলবে না। দাদাগিরি দেখালে প্যাক করে পাঠিয়ে দেব, নির্বাচনের আগে ব্যাক করতে পারবে না’– মেদিনীপুর লোকসভার অন্তর্গত দাঁতন ব্লকে আজ নির্বাচনী প্রচারে গিয়ে হুশিয়ারি দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Warning of dilip to bjp  at dantan campaign meeting
নিজস্ব চিত্র

এদিন দাঁতন ব্লকের বিভিন্ন এলাকায় মিছিলের মাধ্যমে ভোট প্রচার করেন তিনি।এরপর এক পথ সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ।বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার এবং তার পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন,”তৃণমূলের ঐ ইঞ্চি,ফুট সাইজের নেতাদের ভয় পাবেন না।

আরও পড়ুনঃ কোচবিহারের সভা থেকে মোদীকে হুঁশিয়ারি মমতার, বেঁচে থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব

Warning of dilip to bjp  at dantan campaign meeting
নিজস্ব চিত্র

ওরা চোখ দেখালে ওদের ঘুরে ডবল চোখ দেখাবেন।কিছু কিছু তৃণমূলের নেতা কর্মীদের বিজেপির ওষুধ পড়েছে ঠিক জায়গায়।তাই তারা দাঁতনে চুপ হয়ে গেছে।” দিন দিন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা তেমনি প্রচারে নেমে একে অপরের বিরুদ্ধে সমালোচনায় মত্ত নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here