নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ক্যালিফোর্নিয়া-ওরেগণ রাজ্য সীমান্তে চরমে উঠেছে জলসঙ্কট। আমেরিকার এই অঞ্চলটি মূলত কৃষি প্রধান, কিন্তু এখনকার পরিস্থিতিতে অসম্ভব হয়ে পড়েছে চাষের কাজ।
বেন ডুভাল নেল্ট, এই অঞ্চলেরই কৃষক, চাষের জমি থেকে হাতে মাটি তুলে দেখাচ্ছেন জমিতে আর্দ্রতার চিহ্ন মাত্র নেই সবটাই ধুলো। এমনকি সেচের পাইপের আশে পাশে পাখিরাও ঘুরে বেড়াচ্ছে একটু জলের আশায় কিন্তু পাইপগুলি সম্পূর্ণ শুষ্ক।
ওই জমিতে ডুভাল-এর পূর্বপুরুষরা কৃষিকাজ করে আসছেন, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এমন অস্বাভাবিক খরা পরিস্থিতি তাঁরা কেউ কখনো দেখেননি। ওই অঞ্চলে সব চাষের জমিতে সেচের মাধ্যমে জল আসে স্থানীয় হ্রদ থেকে, কিন্তু এবারে জলের নামগন্ধ নেই সেখানে।
আরও পড়ুনঃ রাফাল চুক্তিতে দুর্নীতির খোঁজে এবার বিচারবিভাগীয় তদন্তের পথে ফ্রান্স
কৃষিজমির কাছাকাছি বসবাস করেন আমেরিকার কিছু জনজাতি। যাঁদের মূল খাদ্য বলতে মাছ। প্রশান্ত মহাসাগর থেকে ৪০৭ কিলোমিটার দীর্ঘ ক্লামান্থ নদীর মাধ্যমে জল আসে স্থানীয় হ্রদটিতে, সাথে আসে প্রচুর মাছ। এখন সেসব কিছুই নেই, ফলত খাদ্যাভ্যাস পাল্টাতে বাধ্য হচ্ছেন তাঁরাও। পাল্টে যাচ্ছে আদত সংস্কৃতি।
আরও পড়ুনঃ দেশে পরপর ছয়দিন দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে, মৃত্যুর সংখ্যাও কমে ৭৩৮
ডুভাল জানিয়েছেন, এই অঞ্চলের সব মানুষের জীবনযাত্রা এই ক্লামান্থ নদীকে ঘিরেই। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ ফল প্রত্যক্ষ করছেন তাঁরা, হারিয়ে যেতে বসেছে এই নদী, হ্রদ, মাছধরা, কৃষি কাজ; ক্রমশ সবকিছু গ্রাস করছে খরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584