নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
উত্তরবঙ্গে একটানা বৃষ্টি কিছুটা বন্ধ হলেও দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি প্রধান নদী আত্রেয়ী, টাঙ্গন এবং পুনর্ভবা নদীর জল বেড়েই চলেছে। ফলে গঙ্গারামপুর পুরসভার ৫,৮,৯ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলমগ্ন। পুরসভার বহু পাকা বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে।
পুনর্ভবা নদীর বাঁধ পঞ্চবটী এলাকাতে ক্ষতিগ্রস্ত। সেখানে সেচ দফতর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছে। তবে বৃষ্টি বন্ধ হলেও জল যে ভাবে বাড়ছে তাতে গঙ্গারামপুরের আরও বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
পুনর্ভবা নদীতে যে ইংরেজের আমলে তৈরী ছয়টি স্লুইস গেট আছে সেই গেট গুলির অবস্থা খারাপ থাকায় সেই জায়গা দিয়ে নদীর জল ঢুকছে।স্থানীয় লোকেদের দাবি অবিলম্বে বাঁধ মেরামতি এবং স্লুইস গেট মেরামতি না করা হলে বন্যার জল ঢুকে পড়বে।
ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। প্রাক্তন পুরপ্রধান অমল সরকার বলেছেন, সেচ দফতর কে আরও বেশী করে লক্ষ্য রাখতে হবে বাঁধ মেরামতির ক্ষেত্রটি।তা না হলে গঙ্গারামপুরে বিরাট এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে বন্যাদুর্গতদের সাহায্যে প্রশাসন
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় দুটি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ শিবির খোলা হবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584