নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেশ কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এ রাজ্যের বহু জেলা ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মাটির বাড়ি, জলমগ্ন হওয়ার কারণে চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কার্যত মাথায় হাত পড়েছে সমস্ত চাষীদের ৷
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রতাপপুর ২ নম্বর অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়ি ৷ জল উঠেছে রাস্তাঘাটে, ফলে যাতায়াত থেকে শুরু করে সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের ৷
গ্রামবাসীদের অভিযোগ এই বিষয় নিয়ে বিডিও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি ৷অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করার উদ্যোগ নিয়েছে এলাকাবাসী ৷
আরও পড়ুনঃ তুফানগঞ্জে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা
জানা গিয়েছে গোটা এলাকায় জলমগ্ন হওয়ার কারণে ইতিমধ্যেই ৩৬ টি পরিবার আশ্রয় নিয়েছে গ্রামের এক স্কুলে, এই বিষয় নিয়ে যথেষ্ট আতঙ্কিত রয়েছে এলাকাবাসী ৷ কারণ বর্ষার জল থেকেই বিভিন্ন রোগের সংক্রমণের আশঙ্কা থেকেই যায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584