জলমগ্ন বিমানবন্দর, গাড়ির পরিবর্তে ট্র্যাক্টরে করে বিমান ধরতে যাচ্ছেন যাত্রীরা!

0
105

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য থেকে বিদায় নেমে বর্ষা। তার আগেই জলে ভাসছে বেঙ্গালুরু। লাগাতার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বেঙ্গালুরুর বিমানবন্দরও। সেখানে যে পরিমাণ জল জমেছে তাতে কোনও গাড়িই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে পারছে না। তাই অগত্যা বিমান ধরার জন্য ট্র্যাক্টরেই চড়তে হচ্ছে যাত্রীদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেঙ্গালুরুর কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ছবি ও ভিডিও।

Bengaluru airport
ছবি সৌজন্যে : টুইটার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বৃষ্টির জলে থইথই করছে বিমানবন্দর। এতটাই জল জমেছে যে ট্যাক্সিগুলিও টার্মিনাল থেকে কিছুটা দূরে রাখা রয়েছে। যাত্রীরা প্রায় গোড়ালী সমান জল পেরিয়ে এসেই ট্যাক্সিতে উঠছেন।

অন্যদিকে, আর একটি ভিডিওয় দেখা যাচ্ছে বিমানবন্দরের বাইরের অংশের দৃশ্য। অতিরিক্ত জল জমে যাওয়ার কারণে ট্যাক্সি বা গাড়ি বিমানবন্দরের গেটের কাছে পৌঁছতে পারছে না। আর তাই বিমানবন্দরের প্রবেশের অনেকটা আগেই নেমে যেতে হচ্ছে যাত্রীদের।

water logging at bengaluru airport
গাড়ির পরিবর্তে ট্র্যাক্টরে করে বিমান ধরতে যাচ্ছেন যাত্রীরা

আরও পড়ুনঃ চাপের মুখে পড়েই বাল্য বিবাহ নথিভুক্ত আইন প্রত্যাহার রাজস্থান সরকারের

কিন্তু জল পেরিয়ে এতটা পথ যাওয়া যাত্রীদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই সেখানে হাজির রয়েছে বেশ কয়েকটি ট্র্যাক্টর। সেই ট্র্যাক্টরে চড়েই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন যাত্রীরা। গতকাল সোমবার ভারী বৃষ্টির জেরে গোটা বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ায় ব্যপক যানজটেরও সৃষ্টি হয়। পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ সেই যানজট সামাল দিতে কার্যত হিমশিম খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here