গেঁওখালি জলপ্রকল্পে শ্রমিক বিক্ষোভ

0
174

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে স্বল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। বারবার দাবি জানিয়েও কর্তৃপক্ষের কাছ থেকে মেলেনি সিওডি পরিষেবা।

protest | newsfront.co
বিক্ষোভ কর্মসূচি ৷ নিজস্ব চিত্র

তাই এবার সিওডি পরিষেবার দাবিতে শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন গেঁওখালি পিএইচই জল প্রকল্পের শ্রমিকরা।

workers | newsfront.co
নিজস্ব চিত্র

গত প্রায় এক বছর আগে একই দাবিতে সামিল হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকরা । এরপর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিললেও এখনও পর্যন্ত মেলেনি সেই পরিষেবা।

আরও পড়ুনঃ কেশিয়াড়িতে চুরি যাওয়া মোবাইল উদ্ধার ,ধৃত ৩

যার ফলে শুক্রবার সকাল থেকে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। মূলত বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়েই এদিনের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন ৷

আরও পড়ুনঃ আইনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভগবানগোলায় চলছে বাড়ি ঢালাইয়ের কাজ

তবে আগামী দিনে এইসব দাবিগুলি যদি না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে শ্রমিক সংগঠন,এমনটাই জানাগেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here