মনিরুল হক, কোচবিহারঃ
ঘরের তালা ভেঙে জলের পাম্প মেশিন চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মাথাভাঙার মধ্য বাইশগুড়ি এলাকায় ।
বুধবার সকালে বাড়ির লোকেরা ঘটনার কথা জানতে পেরে মাথাভাঙা থানার আইসি তপন পালকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে মাথাভাঙা থানার পুলিশ।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতি সত্ত্বেও সেতু না হওয়ায় জরাজীর্ণ বাঁশের সাঁকোতে আগুন এলাকাবাসীর
জানা গেছে, এর আগেও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায়ের কৃষিজমি থেকে হাইব্রিড কুমড়ো চুরি, সম্প্রতি তার বাড়ি থেকেই ধান চুরি, এবং কয়েক দিন আগে শ্যামল পালের দোকান থেকে লবণের বস্তা চুরি হয়ে যায়। একের পর এক চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দা তথা মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায় বলেন, “সত্যি এভাবে দিনে দিনে চুরি বেড়ে যাওয়া বিস্ময়কর ব্যাপার। এখন থেকেই পুলিশকে আরোও বেশি সজাগ হয়ে তৎপরতার সঙ্গে টহলদারি বাড়ানোর ব্যবস্থা করা উচিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584