নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাতভরের টানা বৃষ্টিতে বানভাসী মুম্বইয়ের অধিকাংশ এলাকা।প্রবল বৃষ্টির জেরে শহরের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত বন্ধ সব যানবাহন। আরও বৃষ্টির পূর্বাভাসের জেরে মুম্বই-সহ লাগোয়া কয়েকটি জেলায় আজ মঙ্গলবার ও বুধবার জারি করা হয়েছে লাল সতর্কতা। তার উপর আবার দুপুরের দিকে জোয়ারের সময় জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা।
ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত রেকর্ড বলছে, মুম্বইয়ের সান্তাক্রুজে ২৬৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোলাবায় ২৫২.২ ও বাসাইতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সব অঞ্চলে সোমবার রাত থেকেই টানা বৃষ্টি হয়ে চলেছে এই সব এলাকায়। জলমগ্ন কিংস সার্কেল, সান্তাক্রুজ-সহ বিভিন্ন এলাকা।
#MumbaiRainsWithMidday |
Heavy continuous rains led to flooding at many low-lying areas. An aerial view of a flooded road in King's Circle sent by a mid-day readerFor #MumbaiRainsLive : https://t.co/kaAdI6NPDh#MumbaiRains #MumbaiMonsoon pic.twitter.com/ZcK52UUrgz
— Mid Day (@mid_day) August 4, 2020
কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, জোয়ারের সময় ৪.৫১ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। তাই ওই সময় উপকূল এবং নীচু এলাকার বাসিন্দাদের আরও সতর্ক থাকতে বলেছে বিএমসি। সমুদ্রে উপকূলে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অন্য দিকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মহারাষ্ট্র উপকূল জুড়েই ঝোড়ো হাওয়া চলবে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে বাড়তি সতর্কতা দিঘায়
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর তরফে সমস্ত অফিস বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। টুইট করে শহরবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘রাতভর অতি ভারী বৃষ্টির কারণে এবং মৌসম ভবন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় জরুরি পরিষেবা ছাড়া শহরের সমস্ত অফিস মঙ্গলবার বন্ধ থাকবে।’’ এছাড়া বহু বাস বন্ধ। যেগুলি রাস্তায় নেমেছিল, সেগুলিও অনেক ঘুরে এবং দেরিতে চলছে বলেও জানিয়েছেন পুর কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ নিজের মত প্রকাশ মানেই তা আদালত অবমাননা নয়ঃ প্রশান্ত ভূষণ
জল জমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে হারবার লাইন। জল জমে রয়েছে হিন্দমাতা ফ্লাইওভার, আন্ধেরী সাবওয়ে, মালাদ সাবওয়ে, মিলান সাবওয়ে, কিং সার্কেল, দাদারে। প্রবল বৃষ্টির কারণে বম্বে হাইকোর্ট সব শুনানি এ দিন স্থগিত রেখেছে। এ দিনের সব শুনানি বুধবার হবে বলে জানানো হয়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও।
বাণিজ্যনগরীর এই জলছবি নতুন নয়। প্রায় প্রতি বছরই বর্ষার মরসুমে টানা বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার সাক্ষী থাকে মুম্বই। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত একাধিক বারও বানভাসি হয় কোনও কোনও বছর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584