টানা বৃষ্টিতে আত্রেয়ী নদীতে জল বৃদ্ধি, উদ্বিগ্ন এলাকাবাসী

0
66

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে জল বাড়ছে বালুরঘাটের আত্রেয়ী নদীতে। এদিন সকাল থেকে বালুরঘাটে বৃষ্টি বন্ধ থাকলেও, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

water | newsfront.co
জলমগ্ন এলাকা ৷ নিজস্ব চিত্র

ফলে নদীর জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । পাশাপাশি বালুরঘাটের নদী সংলগ্ন নীচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। শহরের হালদারপাড়া এবং আত্রেয়ী কলোনিতে বেশকিছু বাড়ি জলমগ্ন।

child  newsfront.co
নিজস্ব চিত্র
van | newsfront.co
নিজস্ব চিত্র

ক্রমাগত জল বেড়ে চলায় এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন।বালুরঘাটের হালদারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি সুইচগেট চুঁইয়ে জল ঢুকছে এলাকায়। এ বিষয়ে মেরামতির দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা।

আরও পড়ুনঃ ভাষণে ওড়ে প্রতিশ্রুতির ফানুস! মুজনাই নদীতে ঝুঁকির পারাপার অব্যাহত

অপরদিকে বালুরঘাট আত্রেয়ী কলোনিতে বহু বাড়ি জলমগ্ন। অনেককেই সরে যেতে হচ্ছে অন্যত্র । পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে খাবার সহ কোনো সাহায্য পাননি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here