নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে পিএফ, ইএসআই, পেনশন সহ ন্যূনতম বেতন ২১ হাজার টাকার দাবি সহ মোট ১৩ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ বালুরঘাটে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন জমা দেন।

এদিন কয়েকশো আশা কর্মী প্রথমে বালুরঘাট শহরে মিছিল করে জেলাশাসক ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তাদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে দাবিপত্র জমা দেন।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা ইনচার্জ নমিতা মহন্ত বলেন, ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে আশা কর্মীদের সরকারি কর্মচারী স্বীকৃতি প্রদান করতে হবে এবং নিয়ম বহির্ভূত বিভিন্ন কাজের পারিশ্রমিক আশা কর্মীদের দিতে হবে।
আরও পড়ুনঃ পুরসভার তৎপরতায় দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে আপ্লুত মেদিনীপুরের কৃষ্ণা জানা
শ্রম আইন অনুযায়ী দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ন্যূনতম ২১ হাজার টাকা বেতন দিতে হবে। তাদের এই সমস্ত দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে আশা কর্মী ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584