বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণ নেই, সাংবিধানিক নিয়ম ঘিরে উঠছে প্রশ্ন

0
67

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যপালের ভাষণ ছাড়াই এবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। অথচ সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় বিধানসভার অধিবেশন।

assembly | newsfront.co

কিন্তু এবার রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভার অধিবেশনে শুরু হচ্ছে না। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটবার্তায় সংবিধানের ধারা তুলে ধরে নিয়ম স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

টুইটে রাজ্যপাল লিখেছেন, “সংবিধানের ১৭৬- এর এ ধারা অনুযায়ী, বছরের প্রথম বিধানসভা অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে, এর অন্যথা হয় না। অথচ একমাত্র পশ্চিমবঙ্গের বিধানসভাতেই এবার তা হচ্ছে না।“ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনওভাবেই সংবিধানের এই নিয়ম এড়িয়ে যেতে পারে না বলে সাফ জানিয়েছেন জগদীপ ধনকড়।

দু’ দিনের বিশেষ অধিবেশনের পর আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টার সময় ফের বিধানসভার অধিবেশন বসবে। ওইদিন ২০২১-২২ আর্থিক বছরের ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ৮ ফেব্রুয়ারি বাজেটের উপর আলোচনা হবে।

স্পিকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধিতা করেছে বাম-কংগ্রেস। কেন সংবিধান মেনে অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ হবে না তা নিয়ে প্রশ্ন তোলে এই দুই দল।

আরও পড়ুনঃ বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

এক্ষেত্রে রাজ্যপাল-নবান্নের খারপ সম্পর্কের আঁচ পড়েছে, এমনটাই ব্যাখ্যা দিয়েছে রাজনৈতিক মহল। পরে অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এর ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, বিধানসভার যে অধিবেশন গত ৯ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়, সেটাই বুধবার চালু করা হয়েছে। সংবিধানের ১৭৬ ধারা অনুসারে যা নিয়মের লঙ্ঘন নয়।

আরও পড়ুনঃ লক্ষ্য ২১! জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

গত বছর যে অধিবেশন ডাকা হয়েছিল তার সমাপ্তি ঘোষণা করা হয়নি। সেই অধিবেশন পুনরায় চালু করা হয়। তাই নতুন বছরের প্রথম অধিবেশন বলে এটিকে ধরা যাবে না। ফলে অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণের প্রয়োজন নেই। উদাহরণ হিসাবে ১৯৬৩ ও ২০০৩ সালে সংসদের অধিবেশনের কথা তুলে ধরেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here