দিল্লিতে হাজিরা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তলবে পালটা চিঠি মুখ্যসচিবের

0
84

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে আগামী ১৪ ডিসেম্বর বাংলার ডিজিপি এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

alapan banerje | newsfront.co
আলাপন বন্দ্যোপাধ্যায়

কিন্তু শুক্রবার লিখিতভাবে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হল, ওই দিনের বৈঠকে এঁদের কেউ যোগ দেবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তলবে চিঠি দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আসানসোল আদালতে আত্মসমর্পণ গরুপাচার কাণ্ডের মূলচক্রী এনামুলের, হাজির সতীশ কুমারও

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে লেখা ওই চিঠিতে তিনি দিল্লিতে গিয়ে হাজিরা থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন। সঙ্গে দাবি করেছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে রাজ্য সরকার।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করে দেন যে, বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্তই করা হয়েছিল। এবং এই ঘটনার জেরে ইতিমধ্যেই তিনটি অভিযোগও দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের রাজ্যে আসছেন অমিত শাহ, জল্পনা

আলাপনবাবু চিঠিতে আরও লিখেছেন, বৃহস্পতিবার জে পি নাড্ডার জন্যও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কনভয়ে বুলেট প্রুফ গাড়ি থেকে র‌্যাফ, কনস্টেবল- সমস্ত ব্যবস্থাই ছিল।

কিন্তু জেপি নড্ডার কনভয়ে প্রচুর বাইরের গাড়ি ছিল। একজন জেড শ্রেণির নিরাপত্তাধারীর কনভয়ে যা থাকতে পারে না। কনভয়ে থাকা গাড়ি থেকে বাইরে নানা রকম অঙ্গভঙ্গী করা হয় যা থেকে ছড়ায় উত্তেজনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here