শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
তাজ বেঙ্গলে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পর শনিবার বিকেলে নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাজ্যে আসার পর শুক্রবারও দুটি দলে ভাগ হয়ে দুই ২৪ পরগনায় ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছিলেন কেন্দ্রীয় দলের ৪ সদস্যের প্রতিনিধিদল। শনিবার নবান্নে বৈঠকের সময় রাজ্যে ১ লক্ষ ২ হাজার কোটি টাকার জেলাভিত্তিক ক্ষতির হিসাব তুলে দেন মুখ্যসচিব।
এদিন মুখ্যসচিব রাজীব সিনহার ঘরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখানে ১ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা কথাবার্তা বলেন। জানানো হয়, এখনও কোনও কোনও এলাকা এতটাই বিপর্যস্ত যে , সেখানে প্রবেশও করতে পারেননি সরকারের প্রতিনিধিরা। এর পরেই ওই রিপোর্ট কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়। রবিবার কেন্দ্রের হাতে ওই রিপোর্ট তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
জানা গিয়েছে, ২০ মে এই ঘূর্ণিঝড়ের পর রাজ্যের বিভিন্ন দফতর থেকে মুখ্যসচিবকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই এই ১ লক্ষ ২ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব পাওয়া গিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাড়ি ঘরে সব থেকে বড় ক্ষতি হয়েছে। ১৫০০ মৌজায় ২৮ লক্ষ বাড়ি ভেঙে গিয়েছে। এই ১৫০০ মৌজায় সব বাসিন্দাকে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও কৃষিতেই প্রায় ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুতের নতুন করে টাওয়ার বসানো ও অন্য কাজ করতে ৩০০০ কোটি টাকা খরচ হবে।
আরও পড়ুনঃ কেন্দ্রের টাকা নিয়ে দূর্নীতি করছে তৃণমূল, কেন্দ্রীয় দলের কাছে অভিযোগ দিলীপের
প্রসঙ্গত, শুক্রবার আমফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা পরিদর্শনে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। ২টি দলে ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করেন। দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা ও নামখানা পরিদর্শন করে একটি দল। অন্য দলটি যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও বসিরহাটে। সন্দেশখালির দুটি ব্লকেরই বাঁধের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে জানান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দ্বীপগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের দেখতে পেয়ে নিজেদের দাবিদাওয়ার কথা জানান গ্রামবাসীরাও। এদিকে, প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী দলের নেতারাও এদিন দেখা করেন। দলের সদস্যরাও তাঁদের আশ্বাস দেন যে, কেন্দ্রের কাছে যথাযথ রিপোর্ট পেশ করে গোটা পরিস্থিতির কথা বোঝাবেন। এরপরই শনিবার সন্ধ্যার বিমানে তারা দিল্লি ফিরে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584