শেষ মুহূর্তে দুর্গাপুজো নিয়ে সোমবার জরুরি বৈঠক মুখ্যসচিবের

0
109

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দ্রুতগতিতে এগিয়ে আসছে দুর্গাপূজা। আজ শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়া। করোনা পরিস্থিতিতে এর মধ্যেই ভিড় এড়াতে সকাল সকাল উদ্বোধন হয়ে যাওয়া মণ্ডপগুলি ঘুরতে শুরু করে দিয়েছেন মানুষ জন। একই সঙ্গে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও।

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

এই পরিস্থিতিতে দুর্গাপূজা কিভাবে সুষ্ঠু পরিস্থিতিতে সামাল দেওয়া যায়, তা জানতে সোমবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের থাকার কথা রয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী নির্মল মাজি

জানা গিয়েছে, মুখ্যসচিবের ডাকা জরুরি বৈঠকে কোভিডবিধি মেনে পুজোর চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে। এছাড়াও করোনা রুখতে জেলাগুলি কি সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সে বিষয়ে জানার চেষ্টা করতে পারেন মুখ্যসচিব। মুখ্যসচিবের ডাকা এই জরুরি বৈঠকে বিসর্জনের গাইডলাইন নিয়েও কথা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘মা’-এর সাজে ভবানীপুর ৭৫ পল্লী

উৎসবের আগে ক্রমশ বাড়ছে সংক্রমণ। চলতি সপ্তাহেই দৈনিক ৪ হাজার সংক্রমণ ছাড়াতে পারে। এমনকি কেন্দ্রের তরফেও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে। একই সঙ্গে উৎসবের মরসুমে কঠোর হতে চলেছে রাজ্য সরকার। সেই কারণে সোমবার এই জরুরি বৈঠক বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here