শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একে রাজ্যের কোষাগারে রয়েছে বিপুল রাজস্ব ঘাটতি। তারপরেও সমাজের সর্বশ্রেণীর মানুষজন যাতে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকেন, তার জন্য ফের সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক বিশেষ ঘোষণার মাধ্যমে তিনি জানিয়েছেন, বয়স্ক কৃষক এবং মৎসজীবীদের জন্য পুজোর অগ্রিম ২০০০ টাকা করে দেওয়া হবে। তার জন্য সরকারের এই খাতে ২২ কোটি টাকা ব্যয় হতে চলেছে।
প্রসঙ্গত, লকডাউন শেষে স্বাভাবিক জীবনে ফেরার পথে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষক থেকে মৎস্যজীবীদেরই। কখনও অনাবৃষ্টি আবার কখনও অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে, আবার কখনও জীবন ঝুঁকি রেখে মাছ ধরতে গিয়েও সেভাবে জোগাড় করতে পারেননি।
আরও পড়ুনঃ এবার সাধারণ থানাতেও হবে প্রবেশনে থাকা মহিলা সাব ইন্সপেক্টরদের পোস্টিং
ঠিক যেভাবে এবারে ইলিশের জোগান খুবই কম। যেটুকু পেয়েছেন, তা বিক্রি করতেও কালঘাম ছুটেছে অনেকেরই। মহামারী পরিস্থিতিতে অনেকে নায্য মূল্যও পাননি।
আরও পড়ুনঃ ভিভিআইপি-দের যাতায়াতে লাইফলাইন তৈরিতে মা ফ্লাইওভারে ৪৫দিনের মধ্যে নতুন হাইট-বার
প্রসঙ্গত, রাজ্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা জিএসটি দাবি করলেও সম্প্রতি পেয়েছে মাত্র ৪১৭ কোটি টাকা। তারপরেও রাজ্যের কৃষক মৎস্যজীবীরা যাতে একটু খুশি হন, তার জন্য এই নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এতে ৮৭৯১১ জন কৃষক এবং ২০৩২১ জন মৎস্যজীবী উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
রাজ্যের দাবি, দেশে ২৮১ জন কৃষক আত্মহত্যা করলেও গত ২ বছরে রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি। এটাই প্রমাণ যে রাজ্য সরকার বরাবরই গরিবদের পাশে রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584