মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ
‘সেঞ্চুরি’র দোরগোড়ায় পেট্রোল। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে একশ’র গণ্ডি পেরিয়েছে পেট্রোলের দাম। কিছুদিন আগে রান্নার গ্যাসের দামবৃদ্ধিতে আগুন লেগেছে মধ্যবিত্তের হেঁসেলে। সাধারণের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এবার পেট্রোলের দাম বাড়ায় সেই ভাঁজ আরও চওড়া হয়েছে। পেট্রোল-ডিজেল থেকে রান্না গ্যাসের এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যও। কোভিড পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে সংকটের মুখে ফেলে দিচ্ছে। সাধারণের কথা মাথায় রেখে এবার পেট্রোপণ্যের কর ছাড় ও সেস কমানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই চিঠিতে অস্বাভাবিক হারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে রাজ্যজুড়ে তৃণমূল যখন পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদে ব্লকে ব্লকে ধরনার ডাক দিয়েছে, তখন নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
West Bengal CM Mamata Banerjee writes to PM Narendra Modi, requesting to 'substantially' reduce taxes charged by Central govt on petrol & diesel, and to 'check the overall inflationary trend in the country' pic.twitter.com/1e167Pelxc
— ANI (@ANI) July 5, 2021
এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গত মে মাস থেকে ৮ বার পেট্রোপণ্যের দাম বেড়েছে। শুধুমাত্র জুন মাসেই মূল্যবৃদ্ধি হয়েছে ৬ বার। আর গত এক সপ্তাহে ৪ বার দাম বেড়েছে পেট্রোপণ্যের। সবমিলিয়ে আমজনতার নাভিশ্বাস দশা। মুখ্যমন্ত্রীর কথায়, পেট্রোপণ্যের দামবৃদ্ধি মানুষের সহ্যক্ষমতা ছাড়িয়েছে।
তবে স্রেফ পেট্রোপণ্যের দামবৃদ্ধিই নয়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্য সরকার তাদের ভাগের টাকা কমালেও কেন্দ্র সরকার ক্রমাগত সেস বাড়িয়ে চলেছে। যদিও সেই সেসের টাকা রাজ্য পায় না। রাজ্য শুধু কেন্দ্রীয় করে ৪২ শতাংশ পায়।
আরও পড়ুনঃ প্রাপ্য টাকা না পেলে গোটা বিশ্বে খরা সৃষ্টি করার হুমকি দিলেন ‘বিষ্ণুর কল্কি অবতার’!
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষেই কোভিড পরিস্থিতির মাঝে তেল আর পেট্রোলিয়াম থেকে ভারত সরকার ৩.৭১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এভাবে সরকার তার আয় বাড়িয়েই চলেছে। সাধারণ মানুষের কথা না ভেবেই।
আরও পড়ুনঃ পুরসভা ঘেরাও: গ্রেপ্তার অগ্নিমিত্রা, লকেট, সায়ন্তন ও দিলীপ
এদিকে, ডিমের দাম বেড়েছে ১৫.২ শতাংশ, ফলের মূল্যবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। এমনকী, মহামারীর পরিস্থিতিতে চিকিৎসা সামগ্রীর দাম বেড়েছে ৮.৪৪ শতাংশ। ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পেট্রপণ্যের উপর কর কমানো এবং সেস মকুবের দাবি জানিয়েছেন। কবে মুখ্যমন্ত্রীর এই চিঠির জবাব আসে এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584