ইউপিএসসিতে প্রথম ২০তে কলকাতার দুই অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর

0
228

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আবহের মধ্যেই এবার ফল প্রকাশিত হল ইউপিএসসি-র। মঙ্গলবার ইউপিএসসি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ইউপিএসসি ২০১৯ এর ফল প্রকাশ করা হয়। এবারের ইউপিএসসি পরীক্ষায় সকলকে চমকে দিয়ে প্রথম কুড়ির মধ্যে জায়গা করে নিল কলকাতার দুই কৃতি ছাত্র-ছাত্রী।

Raunak Agarwal | newsfront.co
রৌনক আগরওয়াল। সংবাদ চিত্র

১৩ নম্বরে উত্তর কলকাতার রৌনক আগরওয়াল ও ২০ নম্বরে যাদবপুরের নেহা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে সফল হওয়া পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

সফল পরীক্ষার্থীদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসেস ‘গ্রুপ এ’ ও ‘গ্রুপ বি-র নিয়োগপত্র দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের পর সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সফল হয়েছেন মোট ৮২৯ জন।

Neha Banerjee | newsfront.co
নেহা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ আইএএস-এ দেশে ১৩, রাজ্যে প্রথম কলকাতার রৌনক

তাদের মধ্যে এক নম্বরে আছে প্রদীপ সিংহের নাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যতীন কিশোর। তৃতীয় হয়েছেন প্রতিভা বর্মা। এরপর যথাক্রমে আছে হিমাংশু জৈন, জয়দেব সি এস, বিশাখা যাদব, গণেশ কুমার ভাস্কর, অভিষেক শরাফ, রবি জৈন ও সঞ্জিতা মহাপাত্রর নাম। ১৩ নম্বরে কলকাতার রৌনক আগরওয়াল। ২০ নম্বরে যাদবপুরের নেহা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here