করোনা কালে কেমন হবে প্রশ্নোত্তর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে পুস্তক প্রকাশ সংসদের

0
582

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

উচ্চমাধ্যমিকে প্রশ্নের ধরন কেমন হবে? সেই প্রশ্নগুলির উত্তরই বা কেমন হওয়া উচিত। সেই সম্পর্কে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগত কয়েক বছরধরে একাধিক বই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

vidyasagar bhavan | newsfront.co
ফাইল চিত্র

করোনা পরিস্থিতিতে প্রথাগত ক্লাসরুমের শিক্ষা থেকে এখনও বঞ্চিত ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। টেস্ট পরীক্ষাও দিতে পারছে না তারা। সংসদ তাদের কথা ভেবে কলা বিভাগের নয়টি বিষয়ে বিগত পাঁচ বছরের প্রশ্ন-উত্তর সম্বলিত বই প্রকাশ করল।

আরও পড়ুনঃ পদত্যাগের ইচ্ছা প্রকাশ সিরাজের

সম্প্রতি সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বইগুলি প্রকাশের ঘোষণা করা হয়েছে। এর আগে সংসদের তরফ থেকে প্রকাশিত হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি বর্তমান পাঠ্যক্রমের কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য নমুনা প্রশ্ন এবং উত্তর মক টেস্ট পেপার বইগুলির চাহিদা পরীক্ষার্থীদের কাছে বিপুলও বলে দাবি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগ দুর্নীতিমুক্ত করার দাবিতে চিঠি

করোনা পরিস্থিতিতে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পঠন-পাঠনে অসুবিধা হচ্ছে। এই ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাকদের চাহিদা বিবেচনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে ধারণা তৈরি করতে সংসদের তরফে নেওয়া হয়েছে আরও একটি উদ্যোগ। সংসদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং সংসদের অ্যাকাডেমিক বিভাগের তত্ত্বাবধানে এই প্রথম পাঁচ বছরের (২০১৫-১৯) ইংরেজি, সংস্কৃত, নিউট্রিশন, এডুকেশন, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান,দর্শন শাস্ত্র এবং সমাজবিজ্ঞান এই ন’টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন-উত্তরের বই আনছে সংসদ।

পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, “আমাদের আশা এই বইগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রভূত উপকৃত হবে।” চলতি বছর এক ডিসেম্বর থেকে এই বইগুলি অতি স্বল্পমূল্যে সংসদের কেন্দ্রীয় কার্যালয় সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় গুলি থেকে সংগ্রহ করা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here