রাজ্যের সরকারি স্কুলে এবার পোশাক হবে নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক হবে নীল-সাদা ও সঙ্গে বিশ্ব বাংলার লোগো, রবিবার এমনই বিজ্ঞপ্তি জারি করলো সমগ্র শিক্ষা মিশন। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে স্কুলের ইউনিফর্ম, সঙ্গে দেওয়া হবে স্কুলব্যাগ ও জুতো। ব্যাগের ওপরেও থাকবে বিশ্ব বাংলার লোগো।

Biswa Bangla logo on school uniform

এখনো পর্যন্ত চালু নিয়মে স্কুলগুলি তাদের পছন্দমত কোনও ব্যক্তি বা সংস্থাকে পোশাকের বরাত দেয়। তবে বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তর (MSME) এবার থেকে স্কুলের পোশাক তৈরি করবে। চলতি মাসের গোড়ায় এই নিয়ে মুখ্যসচিব এক উচ্চপর্যায়ের বৈঠক করেন, সেখানে সিদ্ধান্ত হয় এমএসএমই দপ্তর পোশাকের পাশাপাশি জুতো এবং স্কুল ব্যাগও পাঠাবে। এই তিনটি সামগ্রী বিনামূল্যে সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের পড়ুয়াদের দেয় রাজ্য সরকার। এবার নতুন সংযোজন হল পোশাকের রং এবং বিশ্ব বাংলার লোগো। স্কুল শিক্ষাদপ্তর জেলাশাসকদের চিঠি পাঠিয়ে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে দিয়েছে। সরকারি কর্তাদের বক্তব্য, আলাদা আলাদা করে কোন স্কুলের জন্য পোশাক তৈরি সম্ভব নয়। এই কারণে গোটা রাজ্যের জন্য নীল-সাদা রঙের পোশাক তৈরি হচ্ছে।

Circular
বিজ্ঞপ্তি

প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের দেওয়া হবে একটি হাফ প্যান্ট ও একটি ফুলপ্যান্ট এবং একটি হাফ শার্ট ও একটি ফুল শার্ট। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে শার্ট ও টিউনিক ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা পাবে শার্ট ও স্কার্ট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে সালোয়ার কামিজ ও দুটি করে ওড়না। পোশাকের পকেটের কাছে থাকবে ‘বিশ্ব বাংলা’-র লোগো।

আরও পড়ুনঃ ভারতে শিল্পক্ষেত্রে ডিজেলের দাম বাড়ল এক ধাক্কায় লিটার প্রতি ২৫ টাকা

তবে সরকারের এই সিদ্ধান্তে খুশী নন ছাত্র-ছাত্রী থকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক মহলের একাংশ। তাদের বক্তব্য প্রথমত স্কুল ইউনিফর্ম ছাত্রছাত্রীদের কাছে একটি আবেগ। তার সঙ্গে জড়িয়ে থাকে স্কুলের ঐতিহ্যও। ছাত্রছাত্রীদের পোশাক দেখে বোঝা যায় কোন স্কুলের পড়ুয়া। বেশিরভাগ ক্ষেত্রে বুকের কাছে স্কুলের নাম এবং লোগো থাকে। সরকারের এই সিদ্ধান্তে তাও আর থাকবে না, পাশাপাশি প্রাচীন স্কুলগুলির পোশাকের বিবর্তনের ইতিহাসও বিলুপ্ত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here