মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
গতকাল, মঙ্গলবার অনৈতিকভাবে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচ জন শিক্ষিকা। তাঁদের অভিযোগ ছিল, অনৈতিকভাবে দূরে বদলি করা হচ্ছে শিক্ষিকাদের। এছাড়া একাধিক দাবিও ছিল তাঁদের। এদিনই বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কয়েকজন শিক্ষিকা। এখন ওই শিক্ষিকারা সকলেই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ওই পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।
এরপরই বুধবার ঘটনা প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই পোস্টে তিনি লেখেন..
“১) বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে এসএসকে এবং এমএসকে-র সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিকের বিনিময়ে কাজ করতেন। কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগসুবিধা বলে কিছু ছিল না।
কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ১ ডিসেম্বর, ২০২০ থেকে এসএসকে এবং এমএসকে-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনে একটি সুসংবদ্ধ রূপ দেয়।
২) সহায়ক সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে মাসিক ১০,৩৪০ টাকা এবং সম্প্রসারক/সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে ১৩,৩৯০ টাকা করা হয়। এ ছাড়াও বাৎসরিক ৩% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে।
৩) প্রত্যেককে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে।
৪) যাঁরা ৬০ বছর বয়েসে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, তাঁদের অবসরের সময় প্রত্যেকের জন্য ৩ লক্ষ টাকা এককালীন অবসর-ভাতা চালু করা হয়েছে। বাকিদের জন্যও এই সুবিধা দানের বিষয়ে অর্থ দপ্তরের সঙ্গে ফাইল চলছে।
৫) ৬০ বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত যাঁরা জানিয়েছেন, তাঁদের জন্য ১/২/২১ থেকে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে।
৬) মহিলাদের জন্য সরকারি নিয়মানুযায়ী মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।
৭) এছাড়াও প্রত্যেককের জন্য চিকিৎসা সংক্রান্ত-সহ বাৎসরিক ১৮ দিন ক্যাজুয়াল লিভ বা ছুটির অধিকার দেওয়া হয়েছে।”
এরপরই শিক্ষামন্ত্রী বলেন যে, “এতকিছু করার পরেও যাঁরা আন্দোলন করছেন, তাঁরা শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার”। বুধবার এভাবেই সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারী শিক্ষিকাদের তুলোধোনা করলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর এই পোস্টই এই ঘটনায় রাজ্য সরকারের অসন্তোষের ছবি স্পষ্ট করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584