বেড়েছে রাজ্যের জিডিপি, কর্মসংস্থানঃ রাজ্যপালকে জবাবি চিঠি অমিত মিত্রের

0
84

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগেই ক্যাগের রিপোর্ট উল্লেখ করে কেন্দ্র সরকার যে রাজ্যের প্রাপ্য জিএসটি দিচ্ছে না তা উল্লেখ করেছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার প্রায় মাসখানেক আগে রাজ্যপালের তোলা নিষ্ফলা বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে অভিযোগেরও জবাব দিলেন তিনি।

Amit Mitra | newsfront.co
অমিত মিত্র

এবারে তিনি তথ্য দিয়ে পরিষ্কার দাবি করলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মোটেই নিস্ফলা হয়নি। এতে রাজ্যের জিডিপি এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থান দুটোই বেড়েছে।

প্রসঙ্গত, রাজ্যে গত বেশ কয়েক বছর ধরে বিপুল খরচ করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করা হলেও তাতে যে রাজ্যের কোনও লাভই হয়নি, এমন দাবি বারবারই তুলেছিলেন রাজ্যপাল।

কারণ রাজ্যের প্রকৃত আর্থিক উন্নতি ও কর্মসংস্থান দৃশ্যমান নয়। রাজ্য সরকারকে চিঠি দিয়ে সম্মেলনে খরচের হিসাবও চেয়েছিলেন তিনি। যদিও তিনি এই তথ্য চেয়ে পাঠালেও এই প্রসঙ্গে দীর্ঘদিন নীরব ছিল রাজ্য প্রশাসন।

আরও পড়ুনঃ পরিচয়পত্রের প্রমাণ ছাড়াই যৌনকর্মীদের রেশন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সম্প্রতি জবাবি চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘আমরা ২০১১ সালে আসার পরে সরকারের ওপর অস্বাভাবিক করের বোঝা ছিল। তার পরও রাজ্যে অভূতপূর্ব হারে মূলধন বৃদ্ধি হয়েছে। রাজ্যে ছোট, মাঝারি ও বৃহৎ শিল্পে একের পর এক বিনিয়োগ এসেছে। যার ফলে সরকারি রাজস্ব ও কর্মসংস্থানও বেড়েছে।’

এই পরিস্থিতিতেই বাণিজ্য সম্মেলন শুরু করার ভাবনা আসে রাজ্য সরকারের।পশ্চিমবঙ্গের বাণিজ্য সম্মেলন তার উদ্ভাবনী বৈশিষ্ট্যের জন্য দেশ ও বিদেশে বাহবা কুড়িয়েছে। আর এই শিল্প সম্মেলনের জেরেই ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২৩২৬০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

আরও পড়ুনঃ দেহ সৎকার ঘিরে পুলিশ কেন এত বাড়াবাড়ি করল- হাতরাসে মৃত তরুণীর পরিবারের প্রশ্ন

২০১৫ – ২০১৮ সালের মধ্যে যে প্রস্তাব এসেছে তার ৫০.২৭ শতাংশ কার্যকর হওয়ার পথে এগোচ্ছে। ২০১৯ সালের সম্মেলনের আসা প্রস্তাবের মধ্যে ৭১,৬৪৬ কোটি টাকার প্রস্তাব কার্যকর হওয়ার পথে। আর এর ফলেই ২০১০ – ১১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে জিডিপি-র পরিমাণ যেখানে ৪.৬ লক্ষ কোটি টাকা ছিল, তা ২০১৯ – ২০ সালে ১২.৫ লক্ষ কোটি টাকা হয়েছে।

একই ভাবে বেড়েছে রাজস্ব সংগ্রহের পরিমাণও। ২০১০ – ১১ সালে ২১২২৮ কোটি থেকে ২০১৯-২০ অর্থবর্ষে ৬৫,৮০৬ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে। রাজ্যে বিপুল কর্মসংস্থান তো হয়েইছে, এমনকি ২০২১ সালের আগে আরও ৫ লক্ষ কর্মসংস্থান হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here