গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে শুক্রবার জলপাইগুড়ি অরণ্য ভবনে বিক্ষোভ দেখিয়ে ২০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হল ।

বনবিভাগের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। প্রায় ১২১ জন অস্থায়ী কর্মী রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সম্পাদক কিশলয় বিকাশ দে বলেন, বনদফতরের অস্থায়ী কর্মীরা চাকরি করছেন ঠিকই কিন্তু তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই ।

আরও পড়ুনঃ হরিরামপুরে বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর
চাকরি থেকে অবসরের সময় মাত্র তিন লক্ষ টাকা দেওয়া হবে। আর কিছুই পাবেন না তাঁরা। কোন পোস্টে চাকরি করেন সেটাও স্পষ্ট করে বলতে পারেনা পরিবারকে। অনেক কর্মী প্যাকেজ ভুক্ত হয়নি। চাকরি থেকে অবসর নেওয়ার পরে যাদের তিন লক্ষ টাকা দেওয়ার কথা সেই টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
অন্যদিকে রেশন ভাতা, ১৩ মাসের বেতন, ফরেস্ট এলাকায় বিশ্রামাগার পরিকাঠামো ভাল করার দাবি তোলা হয়েছে এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584