৪৫ লক্ষ সংখ্যালঘু পরিবারের পড়ুয়াকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

0
140

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৫ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, জানালেন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিক।

west bengal government | newsfront.co
ফাইল চিত্র

করোনা অতিমারীর এবং আমফানের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বহু সংখ্যালঘু পড়ুয়া। পারিবারিক আর্থিক ক্ষতির প্রভাব পড়েছে শিক্ষার্থীদের জীবনেও। এই সমস্ত দিক বিবেচনা করে রাজ্যের ৪৫ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, জানিয়েছে সরকারের উচ্চপদস্ত এক আধিকারিক।

আরও পড়ুনঃ শুভেন্দু ইস্যুতে ‘ডোন্ট কেয়ার’ ভাব বামেদের

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পি বি সেলিম সংবাদসংস্থা পিটিআইকে জানান যেসব সংখ্যালঘু পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম তাঁরা সকলেই এই স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারবেন, যোগ্যতা নির্ধারণ করা হয়েছে যে, আগের শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর।

আরও পড়ুনঃ রাজ্যপালের সম্মতিতে ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ আইনে রূপান্তর উত্তরপ্রদেশে

পি বি সেলিম আরও জানান, সরকার চায় এই সুবিধা একেবারে নীচু ক্লাস থেকে পিএইচডি পর্যন্ত সকলেই যেন পায়। চেয়ারম্যান বলেন, ১ আগস্ট থেকে এই স্কলারশীপ দেওয়া শুরু করেছে সরকার, ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ৫০ লক্ষ অতিক্রম করতে চান তাঁরা।

গত বছরেও ৪২ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াএই বৃত্তি পেয়েছিল বলে জানান সেলিম। এই বছর তা বাড়িয়ে ৪৫ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা ১,৫০০ টাকা থেক ৬০ হাজার টাকা পর্যন্ত মাসিক বৃত্তি পাবেন। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মাসে মাসে বৃত্তির টাকা সরাসরি পরিকল্পনাভুক্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here