ফের মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের

0
64

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সোমবারই বিজেপির উত্তরকন্যা অভিযানে গুলি লেগে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে বিজেপি দাবি করছে পুলিশের গুলি লেগেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর। আবার অন্যদিকে পুলিশের দাবি শটগান থেকে গুলি চলেছে যা পুলিশ ব্যবহার করে না। এদিকে রাত একটার পর ময়নাতদন্ত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করায় দ্বিতীয়বার ময়না তদন্তের অনুমতি দিয়েছে জলপাইগুড়ি আদালত

Jagdeep Dhankhar | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু রাজ্যপালের দাবি, রাজ্য সরকারের তরফে সরকারিভাবে তাকে এসব কিছুই জানানো হয়নি। রাজ্যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তিনি সমস্তটায় তার নিজস্ব সূত্রে জানতে পারছেন যেটা সরাসরি রাজ্য সরকারের তরফে জানানো উচিত ছিল।

আরও পড়ুনঃ কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ সরকার! আসছে নতুন প্রকল্প

এই অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতে টুইটের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সমস্ত রিপোর্ট-সহ রাজভবনে তাঁদের তলব করেছেন রাজ্যপাল।

তার অভিযোগ, রাজ্যজুড়ে কী চলছে, তা তাঁকে জানানো হচ্ছে না। বারবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং প্রশাসনের তরফে মুখ্যসচিবের কাছে তিনি সব জানতে চাইলেও তাঁরা উপেক্ষাই করছেন।

আরও পড়ুনঃ মিছিল ডেকে নিজেরাই লোক মারে বিজেপি- দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংবিধানের ১৫৯ নং ধারার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক প্রধান হিসেবে তিনি সব বিষয়ে অবগত না থাকায় রাজ্যবাসীর দেখভাল করতে পারছেন না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করতে পারছেন না। তাই ফের চিঠি পাঠিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রিপোর্ট-সহ রাজভবনে ডেকে পাঠিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here