নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্য-রাজনীতির তরজা অব্যাহত। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। শনিবারই মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামে তল্লাশি চালিয়ে ৯ আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। এর প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ও গণতন্ত্রের পরিবেশ নিয়ে টুইটে মমতা সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল।
এদিন টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘রাজ্য দিন দিন বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলিকে আটকাতে ব্যস্ত। পুলিশ-প্রশাসনে উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যের আইন-শৃঙ্খলার এই পরিস্থিতিতে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।’
যা কিছুই ঘটুক না কেন;
In service of WBNIA busts Al-Qaeda module in Murshidabad, WB.
DGP on this alarming affairs @MamataOfficial to me
“West Bengal police firmly adheres to the path laid down by law. There is no discrimination for or against anyone in an extra legal sense” pic.twitter.com/7DCqPyCaz9— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 19, 2020
আইন-শৃঙ্খলার প্রশ্নে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে বিঁধে এদিন ধনকড় টুইটে লিখেছেন, ‘রাজ্যের বাস্তব পরিস্থিতির থেকে অনেক দূরে রয়েছেন ডিজিপি। যা খুবই উদ্বেগের। বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ যা কাজ করছে তা অবশ্যই প্রশংসাযোগ্য। কিন্তু, তারাই যখন রাজনৈতিকভাবে পরিচালিত হন, তখন তা নিয়ে প্রশ্ন ওঠে।’
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের মামলায় ভবানীভবনে হাজিরা ভারতী ঘোষের, রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি
এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর জন্য এ রাজ্যে কোনও পুলিশকর্মীই ঠিকমতো কাজ করতে পারেন না বলেও অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ, এর্নাকুলামে এনআইএ-র বিশেষ অভিযান, ধৃত ৯ জঙ্গি
তার রেশ কাটতে না কাটতেই ফের একবার সেই প্রশ্নই করে বসলেন ধনকড়। এর ফলে, রাজ্য-রাজ্যপাল সংঘাতের আগুন আরও বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584