বাণিজ্য সম্মেলন নিয়ে ফের মমতাকে প্রশ্ন রাজ্যপালের

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মুখ্যমন্ত্রী তাকে যাই বলুন না কেন, সাংবিধানিক কর্তব্য মেনে তিনি যে রাজ্যের গাফিলতির দিকে আঙুল তুলে প্রশ্ন করে যাবেন এদিন তা ফের বুঝিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এর আগেও ৫ বছর ধরে চলা রাজ্যের শিল্প সম্মেলনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

Jagdeep Dhankhar | newsfront.co
জগদীপ ধনকড়। ফাইল চিত্র

এতদিন ধরে নবান্নের দাবি ছিল, গত পাঁচটি সম্মেলনে রাজ্যে মোট ১২ লক্ষ ৩২ হাজার ৬০৩ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এবার সেই বিনিয়োগের হিসাব চাইলেন তিনি।

আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে আমফানের ক্ষতিপূরণ কাজ শেষ করুন- নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস নামে এই সম্মেলনে ২০১৫ সাল থেকে রাজ্য দাবি করে আসছে, এর ফলে রাজ্যে শিল্প মানচিত্র পালটে যাবে। কিন্তু ৫ বছর পরেও রাজ্য রয়েছে সেই তিমিরেই। রাজ্যে শিল্প ও বিনিয়োগ আসছে, কর্মসংস্থান হবে এরকম আশ্বাস দেখিয়ে আসলে কিছুই করেননি মুখ্যমন্ত্রী, এমনটাই দাবি বিরোধীদের।

আরও পড়ুনঃ চিকিৎসা মিললেও প্রতিবেশী রাজ্যের কোভিড কেস কাউন্ট হবে নাঃ মুখ্যমন্ত্রী

এই নিয়ে অর্থমন্ত্রকের কাছে আগেও ব্যাখ্যা চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু জবাব পাননি। ফের সেই প্রশ্নের উত্তর চেয়ে যেন রাজ্যের অস্বস্তি বাড়ালেন রাজ্যপাল। এত বিপুল পরিমাণ বিনিয়োগ কোথায় গেল, এ প্রশ্নের উত্তর নবান্ন দেবে কিনা তার উত্তর দেবে সময়ই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here