‘গার্ড অফ অনার’ না দেওয়ার অভিযোগ তুলে টুইট করে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের

0
91

মনিরুল হক,কোচবিহারঃ

রাজ্যপাল জগদীপ ধনকরের ডাকে পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গরহাজির থাকার পরে বৃহস্পতিবার কোচবিহার সফরে আসলেন তিনি। কিন্তু সেখানে এসে উপযুক্ত মর্যাদা পাননি বলে অভিযোগ তুলেছেন রাজ্যপাল। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন তিনি।

press meeting | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল। নিজস্ব চিত্র

এদিন টুইট করে কোচবিহার জেলা প্রশাসনের উপড়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানান, কোচবিহার যাওয়ার পর পুলিশের তরফে তাকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়নি। এই প্রেক্ষিতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের তরফে তাকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হবে এটাই নিয়ম, কিন্তু কোচবিহারে যাবার পর নিয়মানুযায়ী তাকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়নি। সেই কারণেই আবার অপমানিত বোধ করেছেন তিনি। সঙ্গে সঙ্গে টুইট করে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দেয় রাজ্যপাল জগদীপ ধনকড়।

jagdeep dhankar | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি লেখেন, কোচবিহারের জেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রটোকল ভেঙেছে। সেখানে তাকে কোনরকম গার্ড অফ অনার দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। এমনকি তিনি যখন ওখানে উপস্থিত ছিলেন, তখন সেখানে ডিএম এবং এসপি উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। এমনকি, রাজনৈতিকভাবে রাজ্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ কোচবিহারে সস্ত্রীক রাজ্যপাল, দেখা করলেন নিশীথের সাথে

আজ সকালে একদিনের সফরের জন্য কোচবিহার বিমান বন্দরে এসে নামেন রাজ্যপাল জগদীপ ধনকর। সার্কিট হাউজে উঠে প্রথমে মদনমোহন মন্দিরে গিয়ে পুজাে দেন। সেখান থেকে রাজবাড়ী মিউজিয়াম দেখতে যান। এরপর সার্কিট হাউজে ফিরে এসে দুপুরের খাবার সেরে ফের কোচবিহার বিমান বন্দর হয়ে ফিরেযান তিনি। তার সাথে সর্বক্ষণের জন্য কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে দেখা গেলেও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কোন কর্তাকে দেখা যায়নি। সার্কিট হাউজ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সেখানেও এনিয়ে কোন কথা তুলে ধরেন নি। কিন্তু কোচবিহার ছাড়তেই টুইট করে ওই ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ পর্যটক টানতে সাপ্তাহিক সাংস্কৃতিক কর্মসূচি পশ্চিম মেদিনীপুরে

রাজ্য সরকারের সাথে রাজ্যপাল জগদীপ ধনকরের সম্পর্ক প্রথম থেকেই ভালো নয়। বিভিন্ন প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে থাকেন রাজ্যপাল। আর এই কারণেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করে থাকে যে রাজ্যপাল কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে চলছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় রাজ্যপাল অভিযোগ করে জানান, তিনি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের সাথে কথা বলার জন্য তাদের ডেকে ছিলেন কিন্তু কেউ আসেন নি।

এই না আসার পিছনেও রাজনৈতিক কারণ রয়েছে বলে রাজ্যপালের দাবি। রাজ্যপাল এক মাসের জন্য দার্জিলিং সফরে এসেছেন। এদিন সেখান থেকেই তিনি আকাশ পথে কোচবিহারে আসেন। আবার এদিন বিকেলেই ফের তিনি দার্জিলিংয়ে ফিরে গিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here