নবমীর দিনেই দশমীর শুভেচ্ছা! রাজ্যপালের টুইট ঘিরে বিতর্ক

0
121

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্য সরকারের বিরুদ্ধে টুইট করে শিরোনামে থাকেন তিনি। তবে রবিবার নবমীর দিন রাজ্যবাসীর উদ্দেশ্যে দশমীর শুভেচ্ছা জানিয়ে টুইট করে বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Jagdeep Dhankhar | newsfront.co
জগদীপ ধনকড়

এদিন টুইটে তিনি লেখেন, ‘সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং শুভ কামনা। এই মহাপর্ব অশুভের উপরে শুভর জয় ও অসত্যের উপরে সত্যের জয়ের সংকেত বহন করে। এই আনন্দ উৎসব অতিমারীর কু-প্রভাবের হাত থেকে প্রত্যেককে রক্ষা করুক। আমাদের সকলের জন্য শান্তি, সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক।’

এর আগে মহাসপ্তমীর দিনও টুইটে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি রাজ্যবাসীকে উৎসবে সচেতনও সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন তিনি।

তবে, ধনকড়ের এ দিনের টুইট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যপালের এই শুভেচ্ছাবার্তা বাঙালি ভাবাবেগের প্রতি অবমাননা বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুনঃ  হারলে বাংলা ছাড়তে হবে! বঙ্গ বিজেপির অর্ন্তকলহ নিয়ে ফেসবুকে পোস্ট অনুপমের

পাল্টা টুইটে নেটিজেনদের একাংশ বলেছেন, প্রতিমা জলে বিসর্জন না হওয়া পর্যন্ত বিজয়ার শুভকামনা বা শুভেচ্ছা ভাগ করে নেওয়া যায় না। অনেকেই আবার রাজ্যপালকে বাঙালি সংস্কৃতি সম্বন্ধে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আবার অনেকে রাজ্যপালের এই ধরণের টুইটে হতবাক। বিষয়টি জেনে পরেরবার শুধরে নেওয়ার অনুরোধও পাল্টা পোস্টে করেছেন বহু নেটিজেন।

তবে, কেউ কেউ মনে করছেন নবমী পুজো শেষ হতেই দশমী তিথি পড়ে গিয়েছে। তাই তিথি মেনেই রাজ্যপালের দশমীর এই শুভেচ্ছাবার্তা বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here