জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে মামলা বিচারাধীন, আর তাঁর দায়িত্বেই তদন্ত! মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রামপুরহাট কান্ডে আবারও তীব্র হল রাজ্য- রাজ্যপাল তরজা। রাজ্যপালকে এই ঘটনায় কোনও মন্তব্য না করার অনুরোধ করে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার সেই চিঠির উত্তর দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Jagdeep Dhankhar to Mamata Banerjee
জগদীপ ধনখড়-মমতা বন্দ্যোপাধ্যায়

কড়া ভাষায় লেখা এই চিঠিতে রাজ্য সরকার গঠিত সিট-এর তদন্ত নিয়েই প্রশ্ন তুলেছেন। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন, যে জ্ঞানবন্ত সিং- এর বিরুদ্ধে মামলা এখনও পর্যন্ত বিচারাধীন তাঁকেই কিভাবে তদন্তের দায়িত্ব দেওয়া হল? রাজ্যপাল লিখেছেন, সাংবিধানিক পদে থেকে এমন ভয়াবহ ঘটনার পরে তিনি চুপ করে থাকতে পারেন না।

উল্লেখ্য, ২০০৭ সালে বাম সরকারের আমলে রিজওয়ানুর রহমান মৃত্যুর মামলায় নাম জড়িয়েছিল জ্ঞানবন্ত সিংয়ের। সম্প্রতি কয়লা কেলেঙ্কারিতেও জ্ঞানবন্ত সিং-কে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিঠির শুরুতেই রাজ্যপাল মমতাকে লিখেছেন যে তিনি বিরোধী নেত্রী থাকাকালে যে সব মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেরকমই ঘটনা এবার তাঁর সরকারের আমলেও ঘটেছে রামপুরহাটে।

আরও পড়ুনঃ কে এই আলাউদ্দিন যাকে দিয়ে দেওয়া হল মৃতদেহ? সিবিআই তদন্তের দাবি উঠল রামপুরহাট কান্ডে

Jagdeep Dhankhar to Mamata Banerjee

রাজ্যপাল লিখেছেন রাজ্য আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। রামপুরহাটের ঘটনার তদন্তে সিট গঠন নিয়ে রাজ্যপালের প্রশ্ন, যে অফিসারের বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে, তাঁকে কী ভাবে সিটের দায়িত্ব দেওয়া হল? তাঁর দাবি, আসল ঘটনা চাপা দেওয়ার জন্যই সিট গঠন করেছে রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here