নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পরিযায়ী শ্রমিক ইস্যুতে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর দায়ের করা একটি মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট তীব্র সমালোচনা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। করোনাভাইরাস এবং লকডাউন আবহে পরিযায়ী শ্রমিকদের বিষয়টি সঠিকভাবে পরিচালনা করেনি পশ্চিমবঙ্গ, মঙ্গলবার এভাবেই রাজ্যের সমালোচনা করলো বম্বে হাইকোর্ট।
শুধু তাই নয়, আদালত জানায় এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভিন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেন আসাও বন্ধ করে দেন। যার ফলে ভিন রাজ্যেই আটকে পড়েন বাংলার বহু শ্রমিক। সিটু অনুমোদিত মুম্বইয়ের একটি শ্রমিক সংগঠন জনস্বার্থ মামলা দায়ের করেছিল বম্বে হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
সেই শুনানিতে প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, “পরিযায়ী শ্রমিকদের ইস্যু সঠিক ভাবে সামলাতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। একটা সময় পর্যন্ত তো পরিযায়ী শ্রমিকদের ট্রেন বাংলায় ঢোকার অনুমতিই পায়নি।”
আরও পড়ুনঃ উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হল সচিনকে
আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়, নিজ নিজ রাজ্যগুলিতে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনে যাতায়াত করার জন্য নাম রেজিস্ট্রারের যে প্রক্রিয়া মহারাষ্ট্র সরকার চালু করেছিল সেই প্রক্রিয়া আরও সরলীকৃত করা হোক। এদিকে উদ্ধব সরকারের পক্ষ থেকে আদালতে জানান হয় যে এখন কোনও রাজ্য থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের দাবি করা হচ্ছে না। তাই সেই প্রক্রিয়া স্থগিত রয়েছে।
আরও পড়ুনঃ স্কুলের প্রাত্যহিক ডিজিটাল ক্লাসের সময়সীমা বেঁধে দিল কেন্দ্র
মামলাকারীদের আইনজীবী হিসেবে এদিন সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী গায়ত্রী সিং। তিনি জানান, মহারাষ্ট্র সরকারের এই তথ্য ‘ভুল’। তিনি এও জানান যে, এখনও ৫০ হাজার শ্রমিক তাঁদের নিজ রাজ্যে ফিরে যেতে চান। এই শ্রমিকদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের।
আদালতের তরফে প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “পশ্চিমবঙ্গ এখন কী অবস্থায় রয়েছে তা আপনি জানেন? সেখানকার সরকার এক সময় বলে দিয়েছিল পরিযায়ী শ্রমিকদের সে রাজ্যে যাওয়ার অনুমতি তাঁরা দিচ্ছেন না। আমরা এই সংকটের সময়ে কারোর বিরুদ্ধে তির্যক কোনও মন্তব্য বা সমালোচনা করতে চাই না। তবে এটা বলতেই হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের বিষয়গুলি ঠিক মতো সামলাতে পারেনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584