পুজোতে টানা ১৫ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, প্রকাশিত ২০২১’র তালিকা

0
335

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দুর্গাপুজো উপলক্ষে টানা ১৫ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি নবান্ন থেকে প্রকাশিত ২০২১ সালের জন্য সরকারি ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে এই তথ্য জানা গিয়েছে। নবান্ন প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হবে ১৭ অক্টোবর, প্রতিপদ থেকে। ছুটি শেষ হবে ৩১ অক্টোবর। অর্থাৎ টানা ১৫ দিন বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকার পরিচালিত দফতর।

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকুরিরতরা পুজোর ছুটি-সহ বছরে মোট ৩৯ দিন ছুটি পাবেন। এই ছুটির তালিকায় শনিবার ও রবিবার ধরা হয়নি। তবে সরকারি কিছু ছুটি রবিবার পড়ায় মোট ছুটির সংখ্যা খানিক কমেছে। এই তালিকায় রয়েছে ঈদ-উদজোহা, কালীপুজো, স্বাধীনতা দিবস ও দুর্গাষ্টমী।

আরও পড়ুনঃ বাংলার বেসরকারি বাসে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে দু’টি আসন

এছাড়াও রাজ্য সরকারি ছুটির তালিকায় বেশ কিছু নতুন উৎসব যুক্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় রয়েছে বৈশাখী, হূল উৎসব, করম পুজো ও সব-এ-বরাত। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, কাজের ফাঁকে সকলেরই ছুটি প্রয়োজন হয়। তাই সম্ভব হলে তিনি ছুটি মঞ্জুর করতে দ্বিধা করেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here