নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সম্প্রতি করোনা আবহের মধ্যেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চশিক্ষার পাঠ্যসূচিতে এখনও যুক্ত হয়নি অলচিকি হরফ। তাই অলচিকি হরফে উচ্চ শিক্ষার আবেদন জানিয়ে আজ, শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভারত জাকাত মাঝি পরগনার প্রতিনিধিরা।
এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বাদল কিস্কু, ভদ্র হেমব্রম-সহ অন্যান্যরা। রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, সাঁওতাল ভাষায় সফল ছাত্রছাত্রীদের কলেজ স্তরে শিক্ষার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুনঃ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল
স্নাতক স্তরে অলচিকি হরফে পাঠ্যসূচী ও পুস্তক রচনার বিষয়েও জরুরী ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসমস্ত শিক্ষক এই হরফে কলেজে সাঁওতাল ভাষা পড়াবার দায়িত্ব নেবেন তাঁদেরকে চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584