শিক্ষার্থীদের বিপাকে ফেলে চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষার আয়োজন করা যাবে না, জানাল রাজ্য

0
120

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ইউজিসি-র নির্দেশিকা অমান্য করছে রাজ্য। ইউজিসি-র নির্দেশিকা অনুযায়ী চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষা আবশ্যিক করা সম্ভব নয়। পড়ুয়াদের বিপাকে ফেলে কোনোভাবেই পরীক্ষার আয়োজন করা যাবে না। সোমবার রাজ্যপালকে সাফ এই কথা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার।

Partha Chattarjee | newsfront.co
ফাইল চিত্র

ইউজিসি-র নির্দেশিকার জেরে রাজ্য সরকারের অবস্থান কী? এদিন রাজ ভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তা জানিয়ে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ইউজিসির নির্দেশিকার সব দিক নিয়ে আলোচনা করার পরে রাজ্য প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও মতেই বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষার আয়োজন করা যাবে না।

আরও পড়ুনঃ আগামিকাল প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট

এর আগে কেন্দ্রীয় শিক্ষাবিদ কমিটির সুপারিশ মেনে চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ জারি করে ইউজিসি। বাধ্যতামূলকভাবে পরীক্ষা নেওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়। অনলাইন, অফলাইন বা উভয় মাধ্যমেই পরীক্ষার ছাড়পত্র মেলে। যে পড়ুয়ারা সেই পরীক্ষায় বসতে পারবেন না, পরে পরিস্থিতি অনুকূল হলে তাঁদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানায় ইউজিসি।

আরও পড়ুনঃ স্থগিতাদেশ নয়, মঙ্গলবার থেকেই শুরু চলতি বছরের এমবিবিএস পরীক্ষা

কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সমস্যায় ফেলে অফলাইনে পরীক্ষার আয়োজন করা সম্ভব নয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে। তাই পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-ও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here