স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সরলীকরণে চালু ‘বাংলার উচ্চশিক্ষা পোর্টাল’, ঘোষণা শিক্ষামন্ত্রীর

0
71

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

উচ্চমাধ্যমিক থেকে জয়েন্টের ফলাফল প্রকাশের পরই সমস্ত ভর্তি প্রক্রিয়া যে অনলাইনে হবে তা জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার টুইট করে ‘বাংলার উচ্চশিক্ষা পোর্টাল’ নামে একটি পোর্টালের কথা জানালেন তিনি। পোর্টালের লিঙ্কও নিজের টুইটারে দিয়ে পার্থ বাবু জানান, এর ফলে ছাত্রছাত্রীরা সহজে উচ্চশিক্ষায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

Banglar Uchchashiksha | newsfront.co
পোর্টালের হোম পেজের স্ক্রিনশট

শিক্ষামন্ত্রী টুইটারে বলেছেন “এই কঠিন সময়ে বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরি করা হল। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।”

জানা গিয়েছে, রাজ্যে কতগুলি কলেজ রয়েছে, কোন জেলায় কোন কলেজ রয়েছে তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই পোর্টালে।

আরও পড়ুনঃ কোভিডের সরঞ্জাম কেনায় দুর্নীতির স্বচ্ছ তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

একইসঙ্গে শুধু স্নাতক স্তরের কলেজ নয়, ইঞ্জিনিয়ারিং কলেজের তথ্য, বর্তমানে রাজ্যে কী কী স্কলারশিপ চালু রয়েছে, সেই সংক্রান্ত ও কন্যাশ্রী সংক্রান্ত সব তথ্য এখানে উল্লেখ রয়েছে তাই কোন ছাত্র-ছাত্রী কোথায় ভর্তি হবেন বা ভর্তি হতে টাকার সমস্যা হলে কোথায় স্কলারশিপ পেতে পারেন, তা নিয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে এই পোর্টালে। এমন স্বয়ংসম্পূর্ণ পোর্টাল ছাত্র-ছাত্রীদের কাজে আসবে বলেই আশা শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুনঃ কোনভাবেই স্থগিত হচ্ছে না জেইই-নিট: কেন্দ্র

উল্লেখ্য, কলেজে ভর্তির সময়ে দুর্নীতি এড়াতে আগেই অনলাইন ব্যবস্থা চালু করেছিল রাজ্য শিক্ষা দফতর। ১০ অাগস্ট থেকেই অনলাইনে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেটাও জানিয়ে দেয়া হয়েছে যে ভর্তির সময় কোন রকম টাকা দাবি করতে পারবে না কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি। এবার নিজের পছন্দের কলেজ বেছে নিতে এই পোর্টাল এর সাহায্য নিতে পারেন ছাত্রছাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here