শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
জনস্বার্থমূলক প্রকল্পে ঋণ দিতে অস্বীকার করলে এবার কড়া পদক্ষেপের ভাবনা নবান্নের। সেসব ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হতে পারে সরকারি তহবিল, প্রয়োজনে ওই সমস্ত ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করতে পারে রাজ্য। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংক সরকারি প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে না, সেই ব্যাঙ্কগুলির নির্দিষ্ট তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরকে।
শনিবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে এই বিষয়ে ভার্চুয়াল বৈঠক রয়েছে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর। কৃষক ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণের ব্যবস্থা-সহ একাধিক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের।
কিন্তু সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বেশ কিছু ব্যাংক এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও সহায়তাই করছে না। সমস্যায় পড়ছেন রাজ্যের বহু পড়ুয়া, যারা বিদেশে যাবেন উচ্চ শিক্ষার জন্য। বিষয়টি নজরে আসায় এর আগেও নবান্নের তরফে সতর্ক করা হয়েছিল ব্যাঙ্কগুলিকে। তাতেও সমস্যা চলতে থাকায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটবে সরকার এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে, বেশিরভাগ বেসরকারি ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দিচ্ছে না। তবে বেশিরভাগ রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বড় একটা সমস্যা হচ্ছেনা বলেই জানা গিয়েছে। কয়েকটি অবশ্য ব্যাতিক্রমও রয়েছে। এই পরিস্থিতিতে, যে সমস্ত ব্যাঙ্ক সহযোগিতা করছে না দ্রুত সে তালিকা তৈরি করতে অর্থসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584