নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মঙ্গলবার পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে শহিদ হন বাংলার দুই জওয়ান। তাঁদের মধ্যে একজন হলেন বীরভূমের রাজেশ ওঁরাও এবং অপরজন আলিপুরদুয়ারের বিপুল রায়। খবর আসার পরেই শোকে ভেঙে পড়ে দুই এলাকা। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার টুইট করে জানান, বাংলার দুই শহিদ রাজেশ ওঁরাও এবং বিপুল রায়ের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও দুই পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
২০১৫ সালে ১৪৫ বিহার রেজিমেন্টে যোগ দিয়েছিলেন বীরভূমের রাজেশ। অভাবের সঙ্গে লড়াই করেই সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন তিনি। অন্যদিকে গালওয়ানে প্রাণ হারান আলিপুরদুয়ার শামুকতলা থানার অন্তর্গত বিন্দি পাড়ার বিপুল রায়ও। গত কয়েক বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
আরও পড়ুনঃ ‘হীরক রাজার দেশে’ বলে ফের আক্রমণ রাজ্যপালের
গতকাল রাতেই দুই শহিদের বাড়িতে দুঃসংবাদ এসে পৌঁছয়। তার পরেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে পরিবার, নিশ্চিত হয় মৃত্যুর ঘটনা। এরপরই কান্নায় ভেঙে পড়েন সকলে। দুই বাড়িতেই হাজির হয়েছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া দুই জওয়ানের পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584