বাংলায় আছড়ে পড়ছে একের পর এক সাইক্লোন, বিপর্যয় মোকাবিলায় বড় সিদ্ধান্ত নবান্নের

0
78

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আমপান, ইয়াস, গুলাব, বাংলায় আছড়ে পড়েছে একের পর এক ঘূর্ণিঝড়। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। তাই এবার বিপর্যয় মোকাবিলায় বড় সিদ্ধান্ত নবান্নের। ২৪টি সাইক্লোন সেন্টার গড়ে তোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য, নবান্ন সূত্রে এমনটাই জানা গেছে।

Nabanna
নিজস্ব চিত্র

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির ফলে ডুবেছে বেশ কয়েকটি গ্রাম। তার উপর কয়েকদিন আগে জল ছেড়েছে ডিভিসি। যার কারণে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম প্লাবিত। সেখানকার মানুষদের এখন বানভাসী অবস্থা। এহেন পরিস্থিতিতে নবান্নের এই সিদ্ধান্ত সত্যিই উল্লেখযোগ্য।

নবান্ন সূত্রে খবর, মূলত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণাতে এই সাইক্লোন সেন্টার গড়ে তোলা হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সাইক্লোন সেন্টার গড়ে তোলার প্রস্তাব জমা পড়েছে বলেও খবর।

আরও পড়ুনঃ রাজ্যে পুজোর পরই স্কুল খোলার চিন্তাভাবনা, স্কুল মেরামতের জন্য বরাদ্দ ১০৯ কোটি টাকা

তবে আপাতত ২৪টি সাইক্লোন সেন্টার প্রস্তাবেই ছাড়পত্র দিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। জানা গেছে, আপাতত দক্ষিণ ২৪ পরগণায় ১১ টি, উত্তর ২৪ পরগণায় ৪ টি ও পূর্ব মেদিনীপুরে ৯ টি সাইক্লোন সেন্টার গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ ডাক্তারি পড়তে নিট-এর বিরোধিতায় সমর্থন চেয়ে মমতাকে চিঠি স্ট্যালিনের

নবান্ন সূত্রে জানা যায়, প্রতিটি সাইক্লোন সেন্টার গড়ে তোলার জন্য খরচ হবে আনুমানিক এক কোটি টাকা। সাইক্লোন সেন্টার পিছু এক থেকে দু’ হাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়া সম্ভব৷ নবান্নের এই সাইক্লোন সেন্টার গড়ে তোলার সিদ্ধান্তে খুশি বাংলার বিপর্যস্ত মানুষ। প্রতিবছর যাঁদের ঘর বাড়ি, জমি সব জলের তলায় চলে যায়, যাঁরা সর্বহারা হয়ে যান, সেই সকল মানুষ ফের আশার আলো দেখছে নবান্নের এই সিদ্ধান্তের কারণে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here