আমপানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ রাজ্য শিক্ষা দফতরের

0
41

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

ঘূর্ণিঝড় আমপানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলা। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামগুলি। আমপানের তাণ্ডবে ভেঙে গেছে বাঁধ। জলের তোড়ে ভেসে গেছে মাটির ঘর, উপড়ে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনও জলের ডুবে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক গ্রাম।

Amphan | newsfront.co
প্রতীকী চিত্র

এহেন পরিস্থিতিতে আমপান-বিধ্বস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। জুলাই মাসে মিড ডে মিলের সামগ্রীর সঙ্গেই ঝড়ে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের নতুন করে বইখাতা, ব্যাগ, জুতো ইত্যাদি দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর তার কাজও শুরু করে দিয়েছে শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ ৪ আমলার গাড়িচালক করোনা আক্রান্ত, তিন জনের অফিস নবান্নের ১৪ তলায়

আট জেলায় পড়ুয়াদের কার কোন বই এবং কতগুলি বই নষ্ট হয়েছে, তার হিসেব জানতে জেলা পরিদর্শকদের চিঠি দেওয়া হয়েছে। বিকাশভবনের হিসেব অনুযায়ী, ৫৪ লক্ষ পড়ুয়ার হাতে এই বইখাতা-সহ পড়াশোনার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেওয়া হবে। কত বই ছাপাতে হবে, তা জানতে ১২ জুনের মধ্যে ক্ষতিগ্রস্ত আট জেলার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

পরের সপ্তাহে ছাপানোর কাজ শুরু হবে। এমাসের তৃতীয় সপ্তাহের মধ্যে জেলার সার্কেলস্তরে বই, খাতা, ব্যাগ পৌঁছে যাবে। তারপর এই সামগ্রীগুলো এ মাসের শেষে পঠিয়ে দেবেন স্কুল ইন্সপেক্টররা। তবে তার আগে ওই সব সামগ্রীগুলো রাখার জন্য সার্কেলস্তরের গুদামগুলিকে ১৫ জুনের মধ্যে জীবাণুমুক্ত করে ফেলতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here