নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দুয়ারে সরকারের পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি নিয়ে আসতে চলছে রাজ্য সরকার। সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠকের শুরুতেই এই কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খুব বড় প্রকল্প নয়, কিন্তু ছোট ছোট সমস্যার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে সুরাহা করা হবে। ঠিক কীভাবে এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, কখনও কখনও কোনও এলাকার স্কুলে ক্লাসরুমের দাবি থাকে। কিংবা এলাকায় শৌচালয়ের দাবি থাকে। আবার কোনও এলাকায় পাইপ পৌঁছলেও জলের পরিষেবা অমিল। কিংবা গ্রামাঞ্চলে হাসপাতাল থাকলেও অ্যাম্বুল্যান্সের অভাবে পরিষেবা থেকে বঞ্চিত হন বহু মানুষ।
কোনও কোনও এলাকায় কালভার্ট তৈরি না হওয়ার ফলেও মানুষের মনে ক্ষোভ সঞ্চার হয়। সেই সমস্ত ছোট ছোট সমস্যার সমাধান নয়া এই প্রকল্পের মাধ্যমে করা হবে। মূলত মিউনিসিপ্যালিটির বকেয়া কাজই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে করা হবে।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনে বাংলায় বিশেষ পর্যবেক্ষক, প্রয়োজনে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী
আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য পৃথক টাস্ক ফোর্সও গঠন করা হবে। দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য সরকার বিপুল সাড়া পেয়েছে বলে দাবি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই কারণেই নতুন করে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি ঘোষণা করছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের জনসভায় থাকছেন না মমতা, বিতর্ক এড়াতেই কী সিদ্ধান্ত বদল- উঠছে প্রশ্ন
উল্লেখ্য, এর আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ওই ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী-সহ বেশ কয়েকটি প্রকল্পের পরিষেবা প্রদান সংক্রান্ত কর্মসূচি করা হচ্ছে। সেই পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। ‘দুয়ারে সরকার’ প্রকল্পে বিপুল সাড়া পাওয়ার পরই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি নিল রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584