শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মাস্ক ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তবু করোনা মহামারীর সময়েও মাস্ক পরে বেরোতে এখনও অনীহা দেখাচ্ছেন এক শ্রেণীর মানুষ। কিন্তু মাস্ক যাতে সকলে ব্যবহার করেন, তার জন্য মাত্র চার টাকায় ডিসপোসেবল থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, রাজ্যের সমস্ত ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে এই মাস্ক কিনতে পারা যাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, একাধিকবার ব্যবহার করার মতো টু প্লাই পপলিন মাস্কও এই দোকানগুলিতে পাওয়া যাবে। এই মাস্কটির দাম পড়বে ১৭ টাকা। পাওয়া যাবে হট টেপ এবং কল টেপ ফুল পিপিই, যার দাম ৪৬০ টাকা এবং ৪৩০ টাকা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে রাহুল সমালোচনার প্রত্যুত্তরে কেন্দ্র জানাল ‘ভুল ব্যাখা’
আরও জানা গিয়েছে, মাস্ক সবাইকে বিক্রি করা হলেও পিপিই কিন্তু সবার জন্য নয়। পিপিই আপাতত শুধুমাত্র চিকিৎসকরাই কিনতে পারবেন। ডাক্তাররা তাঁদের প্যাডে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে একলপ্তে সর্বোচ্চ ১০টি পিপিই এবং ২৫টি করে দু’ধরনের মাস্ক কিনতে পারবেন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে সুলভে মাস্ক এবং পিপিই দেওয়ার দাবি তুলছিল। তাদের সেই দাবি ন্যায্য মনে করে মেনে নিল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ অনলাইনে পেনশনের নথি জমা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষকরা
প্রসঙ্গত, করোনা মহামারী শুরুর সময়ে এন-৯৫ মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছিল। কিন্তু বিপুল চাহিদার কারণে এন-৯৫ মাস্ক বাজারে কার্যত অমিল। যেটুকু মিলছে, তা-ও বিক্রি হচ্ছে চড়া দামে। সরকারি হাসপাতালেও মাস্কের বিপুল চাহিদা অনুযায়ী জোগান নেই। ন্যায্যমূল্যের ওষুধের দোকানে মাস্ক এত সস্তায় পাওয়া গেলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলেই দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের। সকলে যাতে সহজে মাস্ক জোগাড় করতে পারেন এবং সকলেই যাতে এটি জামাকাপড় পড়ার অভ্যাসের মতো ব্যবহার করেন, তার জন্যই এই নয়া উদ্যোগ বলে মত স্বাস্থ্য আধিকারিকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584