শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আক্রান্তদের বেসরকারি হাসপাতালে অতিরিক্ত মাত্রার বিলে লাগাম টানতে বেশ কিছুদিন ধরেই সক্রিয় হয়েছে স্বাস্থ্য কমিশন। হাসপাতালগুলিকে ৫ দফা নির্দেশিকাও মেনেও চলতে বলা হয়েছে। কিন্তু তারপরেও অতিরিক্ত বিলের বহর কমছে না বেসরকারি হাসপাতালে।
এরকমই রুবি হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যুর পর ৪ লক্ষ টাকা বিল করা নিয়ে স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়েছিল এক নিম্নবিত্ত পরিবার। কিন্তু স্বাস্থ্য কমিশন খতিয়ে দেখে জানাল, ১ লক্ষ ২০ টাকা মেটালেই হবে ওই পরিবারকে।
প্রসঙ্গত, কোন চিকিৎসা ও টেস্টের কি খরচ, তা এখনও শহরের বহু বেসরকারি হাসপাতালের বাইরেই টানানো নেই। তাই করোনার সুযোগে ইচ্ছামত বিল বানাচ্ছে অনেক হাসপাতালই।
আরও পড়ুনঃ আক্রান্ত সহকর্মীকে ভর্তি না নেওয়ায় কলকাতা মেডিকেলে বিক্ষোভ পুলিশকর্মীদের
জানা গিয়েছে, নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দিপালী গঙ্গোপাধ্যায় ১৪ দিন রুবিতে চিকিৎসাধীন ছিলেন। তার করোনা পজিটিভ রিপোর্টও ধরা পড়ে। ভর্তির সময়ে ২ লক্ষ ২৫ হাজার টাকা অ্যাডভান্স চায় হাসপাতাল। সেই টাকা দেয় পরিবার। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। আর সেই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৩ লক্ষ ৯২ হাজার টাকা বিল ধরিয়ে দেয়। মাথায় হাত পড়ে ওই পরিবারের।
আরও পড়ুনঃ বিধানসভার বাদল অধিবেশন থেকে বাদ প্রশ্নোত্তর পর্ব
টাকার দাবিতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানায় নিম্নবিত্ত পরিবারটি। শুনানি শেষে শুক্রবার কমিশন ৩ লাখ ৯২ হাজারের বদলে প্রতি মাসে ৫ হাজার টাকার কিস্তিতে হাসপাতালের বিল বাবদ ১ লাখ ২০ হাজার টাকা মেটানোর নির্দেশ দিয়েছে পরিবারকে। স্বাভাবিক ভাবেই স্বস্তি পায় ওই পরিবার। মুখোমুখি কথা বলে সমাধান করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584