শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
হাসপাতালগুলি চিকিৎসার সময় বিপুল অঙ্কের বিল করলেও কোন মামলায় হেরে গিয়ে ক্ষতিপূরণ যে দিতে চায় না তা প্রমাণ হয়ে গেল বুধবার একটি মামলার শুনানিতে। বছরখানেক আগে একটি মামলায় আনন্দলোক হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ রোগীর পরিবার কে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন।
কিন্তু বছর ঘুরে গেলেও মাত্র ১ লক্ষ টাকা পেয়েছে রোগীর পরিবার। বুধবার শুনানিতে এই ঘটনা শুনে ওই হাসপাতালের সমস্ত শাখা বন্ধ করে দেওয়ার নির্দেশ নিলেন কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি, রোগীর পরিবারকে হাসপাতালের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ আগেই লাইসেন্স সাসপেন্ড করা উচিত ছিল, ডিসান হাসপাতালকে তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য কমিশনের
প্রসঙ্গত বছরখানেক আগের ওই মামলায় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান হাসপাতালকে নির্দেশ দিয়েছিলেন যে, রোগীর পরিবারকে ৩ লক্ষ টাকা দিতে হবে। সম্প্রতি হাসপাতালের তরফে জানানো হয় যে, তাঁদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাঁরা ১ লক্ষ টাকা দিতে পেরেছেন।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর অশান্তির পিছনে কি রয়েছে কোনও ফান্ডিং, তদন্তে নেমে নথি তলব ইডির
যদিও বেসরকারী হাসপাতাল বিপুল অংকের বিল করলেও কেন এই টাকা ক্ষতিপূরণ দেয়া সম্ভব না তা নিয়ে কোনো স্পষ্ট কথা তারা জানায়নি। এরপরই বুধবার শুনানির সময় কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবনকে আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখা বন্ধের নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584